পিরোজপুর প্রতিনিধি:কনকনে শীত ও ঘন কুয়াশায় দেশের দৰিনাঞ্চল সহ কাউখালীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কাউখালীতে গতকাল বৃহস্পতিবার হাড় কাঁপানো শীতে কোল্ড ষ্ট্রোকে আরও ২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এরা হলেন সাপলেজা গ্রামের নাজিম উদ্দিন (৭৫) ও দাশেরকাঠী গ্রামের র্বস্তম আলী (৮০)। এ নিয়ে গত ৬ দিনে উপজেলার বিভিন্ন স’ান থেকে প্রচন্ড শৈত্যপ্রবাহ ও হাড় কাঁপানো শীতে ৪ জনের মৃত্যু হয়েছে । এরা হলেন উপজেলার হরিণধরা গ্রামের সুখরঞ্জন (৭৫) হাড়, সুবিদপুর গ্রামের মুকুন্দ ঘোষ (৭০) । প্রচন্ড শৈত্যপ্রবাহে জন জীবন একেবারে বিপযস্ত হয়ে পড়েছে। দিনে সূর্যের আলো না থাকায় শীতের তীব্রতা আরো বেড়ে যায়। শীতে সর্দ্দি, কাশিঁ, শ্বাসকষ্ট, জ্বরসহ শীত জনিত রোগে শিশু বৃদ্ধের সংখ্যা হাসপাতালে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অসহায় ছিন্নমূল মানুষ শীত বস্ত্রের অভাবে দারুন ভাবে কষ্ট করছে। খর কুটো দিয়ে আগুন জ্বেলে অসহায় মানুষ শীত নিবারনের চেষ্টা করছে।
আরও পড়ুন...
পিরোজপুরের ভান্ডারিয়ায় অজ্ঞানপার্টির খপ্পরে পরে অসুস’ ২
পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুর থেকে ভাণ্ডারিয়া আসার পথে অজ্ঞান পার্টির সদস্যদের খপ্পরে পরে অসুস’ হয়েছে ২জন। …