এনবিএন ডেক্স: নওগাঁয় র্যাব-পুলিশের যৌথ চেকিং অভিযানে গত ১৫ দিনে নওগাঁ সদর ও আত্রাই থানা এলাকায় ৪৫০টি মোটর সাইকেলের বিরুদ্ধে মামলা এবং কোন প্রকার বৈধ কাগজপত্র না থাকায় ৯০টি মোটর সাইকেল আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে। র্যাব-পুলিশের যৌথ চেকিং অভিযানে নেতৃত্ব দেন র্যাব-৫ এর বাগমারা ক্যাম্পের কমান্ডার ড. মীর্জা গোলাম সারোয়ার পিপিএম। এ সময় নওগাঁর ট্রাফিক সার্জেন্ট মোঃ মেরাজুল ইসলামসহ নওগাঁ ট্রাফিক বিভাগ ও আত্রাই থানা পুলিশ উপসি’ত ছিলেন। র্যাব-৫ এর বাগমারা ক্যাম্পের কমান্ডার ড. মীর্জা গোলাম সারোয়ার পিপিএম জানান, সামপ্রতিক সময়ে নওগাঁ জেলায় রেজিষ্ট্রেশন বিহীন মোটর সাইকেলের সংখ্যা আশংকাজনক হারে বৃদ্ধি পেয়েছে। গত ১৫ দিনে নওগাঁ শহরের তাজের মোড়, থানার মোড়, আত্রাই উপজেলাসহ বিভিন্ন স’ানে চেকিং অভিযান পরিচালনা করে ১হাজার ৮৫০ মোটর সাইকেল, মাইক্রোবাস, কাভার্ড ভ্যান চেকিং করে রেজিষ্ট্রেশন বিহীন, হেলমেট, ইন্সুরেন্স ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় ৪৫০টি মোটর সাইকেলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া, বৈধ কোন প্রকার কাগজপত্র না থাকার কারণে ৯০টি মোটরসাইকেল আটক করে নওগাঁ সদর মডেল থানা ও আত্রাই থানা হেফাজতে রাখা হয়েছে। অপর দিকে র্যাব পুলিশ মটর সাইকেল চেকিংএর সময় গত সোমবার নওগাঁ সদর থানার সামনে ভ্রাম্যমান আদালত বসিয়ে ২২০০/- টাকা নগদ জরিমানা আদায় সহ ৫জন হিরোইন সেবীর জেল জরিমানা প্রদান করেন। নওগাঁ নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবু ওবায়দুর ভ্রাম্যমান আদালতের মাধ্যমে হিরোইন সেবনের অপরাধে ১। রিপন হোসেন (২৬) পিতা আনোয়ার হোসেন, সাং- বোয়ালিয়া, ২। মামুন খাঁন (২৫) পিতা আব্দুররব খাঁন, সাং- পার-নওগাঁ মধ্য পাড়া ৩। মানিক (২৮) পিতা আব্দুর রহিম, সাং- পার- নওগাঁ কে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান সহ ৪। রাশেদুজ্জামান (৩০) পিতা মৃত- আবেদ আলী, সাং-কাঠ হাটি ৫। মোঃ বাবুল (৩৫) পিতা মৃত- নূর মোহাম্মদ, সাং- হাট-নওগাঁ উভয়ের নগদ ৫০০০/- টাকা করে জরিমানা আদায় করেন। র্যাব-পুলিশের এই চেকিং অভিযান অব্যাহত থাকবে বলে র্যাব-৫ এর বাগমারা ক্যাম্পের কমান্ডার ড. মীর্জা গোলাম সারোয়ার পিপিএম সাংবাদিকদের জানান।
Home / ক্রাইম নিউজ / র্যাব-পুলিশের যৌথ চেকিং অভিযান নওগাঁয় ৪৫০ টি মোটর সাইকেলের বিরুদ্ধে মামলা; ৯০টি আটক
আরও পড়ুন...
নওগাঁয় নিখোঁজের ৭ দির পর মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার
এনবিএন ডেক্সঃ নওগাঁর বদলগাছীতে ব্রিজের নিচ থেকে সাকিব হোসেন (১৫) নামে এক মাদ্রাসা ছাত্রের মরদেহ …