8 Kartrik 1431 বঙ্গাব্দ বুধবার ২৩ অক্টোবর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / জাতীয় সংবাদ / নওগাঁর ধামইরহাটে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নওগাঁর ধামইরহাটে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

এনবিএন ডেক্স: নওগাঁর ধামইরহাটে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। হাড় কাঁপানো শীতে মহৎ কাজটি করে ধামইরহাট পৌরসভার অন্তর্ভূক্ত “চকযদু গ্রাম দারিদ্র বিমোচন কমিটি”। গত ২১ ডিসেম্বর দুপুর ২ টায় উপজেলা অডিটোরিয়ামে চকযদু গ্রাম দারিদ্র বিমোচন কমিটি’র সভাপতি ও বিশিষ্ট সমাজ সেবক মোঃ মফিজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপসি’ত থেকে শীত বস্ত্র বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাঃ মিজানুর রহমান সরকার। বিশেষ অতিথি হিসেবে উপসি’ত ছিলেন উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ মতিনুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা মোঃ জিলৱুর রহমান, বনবিট কর্মকর্তা লৰন চন্দ্র ভৌমিক, ব্র্যাক এলাকা ব্যবস্থাপক (অতি দরিদ্র কর্মসূচী) দীপক চন্দ্র সরকার, জেলা ব্যবস’াপক (স্বাস’্য কর্মসূচী) মানিক চন্দ্র দাস, শাখা ব্যবস্থাপক ছাদেকুল আলম, আর এস এস (এসডি) আব্দুল হাই, ডাঃ মিজানুর রহমান প্রমুখ। ৬টি গ্রামের ২৬১ জন অসহায়, দরিদ্র মানুষের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ ও প্রত্যেককে ১টি করে ফলজ চারা প্রদান করা হয়। সুধী সমাজ শীত বস্ত্র বিতরণকে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত এমন বলে সাধুবাদ জানান এবং আরও ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠনকে অসহায় মানুষের পাশে দাড়ানোর আহবান জানান।

আরও পড়ুন...

নওগাঁর নিয়ামতপুরে সমতল আদিবাসীদের মিলন মেলায় ঐতিহ্যবাহী সাঁওতালী নৃত্য প্রতিযোগিতায় আদিবাসীরা মানুষ হয়েছে, আদিবাসীরা পুরোপুরি মানুষ না হলেও বারো আনা মানুষ হয়েছে ————————————–খাদ্যমন্ত্রী

এন বিএন ডেক্সঃ  ক্ষুদ্র নৃ-গোষ্ঠী অর্থাৎ আদিবাসীরা মানুষ হয়েছে, তবে পুরোপুরি মানুষ না হলেও বারো …