সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সোমবার রাতে সিরাজগঞ্জের এনায়েতপুর থানা পুলিশের হাত থেকে ভ্রাম্যমান আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত দু’জন আসামী পালিয়েছে। পলাতক আসামীরা হলো: এনায়েতপুর থানার বেতিল চরের দানেজ আলীর ছেলে মাদক ব্যবসায়ী হাসান আলী (৩৫) ও সিরাজগঞ্জ পৌর এলাকার হোসেনপুর মহল্লার অনাথ হোসেনের ছেলে মাদকসেবী রকি খান (৩০)। এদিকে, আসামী পালিয়ে যাওয়ার ঘটনায় এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাককে মঙ্গলবার সকালে প্রত্যাহার করা হয়েছে। একই থানার সহকারী উপ-পরিদর্শক শুকুর মাহমুদ এবং কনস্টেবল আব্দুল মান্নান ও ফজলুল হককেও সাময়িক বরখাস- করা হয়েছে। পুলিশ সুপার মোশারফ হোসেন পুলিশের হাত থেকে আসামী পলানোর ঘটনা, এনায়েতপুর থানার ওসি প্রত্যাহার ও সহকারী উপ-পরিদর্শকসহ তিন পুলিশকে সাময়িক বরখাসে-র বিষয়টি স্বীকার করেছেন। জানা যায়, সোমবার বিকেলে এনায়েতপুর থানা সদর থেকে পুলিশ মাদক সেবনের অপরাধে একই থানার খামার গ্রামের বাসিন্দা বানতে আলীর পুত্র রঞ্জু শেখ (৩৫) ও রকিকে এবং মাদক বিক্রির দায়ে হাসানকে আটক করে। সন্ধার পর ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনন্দ কুমার বিশ্বাস হাসানকে দু’বছর এবং রঞ্জু ও রকিকে ৬ মাস করে কারাদন্ড দেন। রাতেই বেলকুচি থেকে সিরাজগঞ্জ জেলা কারাগারে নেবার পথে সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের কালিয়া কান্দাপাড়া গ্রামে পৌঁছলে হাসান ও রকি পুলিশের হাত থেকে পালিয়ে যায়। ওই সময় তাদের দু’জনের হাতে হ্যান্ডক্যাপ লাগানো ছিল। পুলিশ অনেক খোঁজাখুঁজির পর তাদেরকে না পেয়ে শুধু রঞ্জুকেই সদর থানা পুলিশের হেফাজতে রেখে মঙ্গলবার সকালে জেলা কারাগারে পাঠিয়ে দেয়। বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আনন্দ কুমার বিশ্বাস বলেন, মাদক বিক্রেতা ও সেবীদের সাজা দিয়ে কারাগারে প্রেরনের জন্য পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
Home / ক্রাইম নিউজ / সিরাজগঞ্জের এনায়েতপুরে পুলিশের হাত থেকে সাজাপ্রাপ্ত আসামী পলাতক ওসি প্রত্যাহার, সহকারী উপপরিদর্শকসহ ৩ কনস্টেবল সাময়িক বরখাস্ত
আরও পড়ুন...
নওগাঁয় তরুণকে অপহরণ চেষ্টা, আটক ২
নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় এক তরুণকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন দুই …