পিরোজপুরে শীতের প্রকোপ বাড়ছে৷ রবিবার রাত ৯ টার দিকে শহরের বিভিন্ন এলাকাঘুরে দেখা গেছে নিন্মআয়ের লোকজন এর মধ্যে ঘরমুখ হতে শুরু করেছে৷ বিপাকে পরেছে রিক্সা চালক ও স্বল্প আয়ের মানুষ৷ শহরের আধুনিক হাসপাতালের সামনে বসে কথা হয় রিক্সা চালক আল আমীনের সাথে৷ তিনি জানান, শীত বেশি থায়ার মানুষ ঘর লইছে৷ মোগ অবস’া কি হইবে আল্লাই ভালো জানে৷ এছাড়া বিভিন্ন এলাকা ঘুরে দেখাগেছে আগুন জ্বালিয়ে গা গরম করে নিচ্ছে৷ শরহতলীর মাছিমপুর, শিকারপুর, পুরাতন বাস স্ট্যান্ড এলাকাঘুরে কথা হয় নিন্ম আয়ের লোকজনের সাথে৷ তারা জানান, শীত যে ভাবে বাড়তে শুরু তাতে মনে হয় দূর্ভোগ আরও বাড়বে৷ কিন’ আমাদের দিকে কেউ ফিরেও তাকায় নি৷ এদিকে পিরোজপুর আবহাওয়া অফিস সূত্রে জানাগেছে শীতের তীব্রতা আরও কয়েকদিন অব্যহত থাকবে৷ শেষ রাতের দিকে কুয়াশার প্রকোপ বৃদ্ধি পাবে৷ রবিবার পিরোজপুরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.০০ ডিগ্রী সেঃ আর সর্বনিন্ম ১০.৫ ডিগ্রী সেঃ৷
আরও পড়ুন...
পিরোজপুরের ভান্ডারিয়ায় অজ্ঞানপার্টির খপ্পরে পরে অসুস’ ২
পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুর থেকে ভাণ্ডারিয়া আসার পথে অজ্ঞান পার্টির সদস্যদের খপ্পরে পরে অসুস’ হয়েছে ২জন। …