এনবিএন ডেক্স: আবহাওয়া অনুকুলে থাকা, প্রয়োজনীয় সার-পানি সুষ্ঠ ভাবে সরবরাহ পাওয়ায় নওগাঁর রাণীনগর উপজেলায় চলতি বছরে সরিষার বাম্পার ফলন হওয়ার আশা করা হচ্ছে। কৃষি সমপ্রসারণ অধিদপ্তর আশা করছেন কোন প্রকার প্রাকৃতিক দূর্যোগ দেখা না দিলে এবারে রানীনগর উপজেলায় ১ হাজার ৬২০ মেট্রিক টণ সরিষা উৎপাদন হবে। রানীনগর উপজেলা কৃষি সমপ্রসারণ অফিস সুত্রে জানা গেছে, চলতি বছর উপজেলায় ১ হাজার ৩৫০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। রানীনগর উপজেলার মিরাট, গোনা, একডালা, কালিগ্রামসহ উপজেলার ৮টি ইউনিয়নে পুরো মাঠ জুড়ে এখন শুধু হলুদের সমারোহ। বিস’র মাঠ দেখে দেখে যেন মনে হয় হলুদ খামে ভরা হলুদ গাদার চিঠি। পুরো মাঠ জুড়ে মৌ মাছিদের মৌ মৌ গুনজনে ভরে গেছে । যে দিকে দৃষ্টি যায় শুধু সরিষার হলুদ ফুলের মিষ্টি গন্ধ। সরিষা চাষ সম্পর্কে উপজেলার মিরাট ইউনিয়নের কৃষক মো ঃ হামিদুর রহমান জানান, গত বছরের তুলনায় এবার সরিসার বাম্পার ফলন হবে বলে আশা করছি। গোনা ইউনিয়নের কৃষক মোঃ হাফিজুল ইসলাম বলেন, আবহাওয়া এখনও অনুকুলে থাকায় এবার সরিষার বাম্পার ফলন হবে। তবে সামপ্রতিক সময়ে শীতের তীব্রতার কারণে ফলন তুলনা মূলক কম হওয়ার আশঙ্কা আছে বলে তিনি জানান। এই বিষয়ে রাণীনগর উপজেলা কৃষি সমপ্রসারণ কর্মকর্তা ড. মোঃ আব্দুল আজিজ সাংবাদিকদের জানান, প্রতিবারের তুলনায় এবারও কৃষকদের যাবতীয় পরামর্শ থেকে শুরু করে বীজের গুনাগুন, জমিতে সার প্রয়োগ করাসহ সার্বিক সহযোগিতা প্রদান করা হয়েছে। শেস পর্যন্ত যদি আবহাওয়া অনুকুলে থাকে এবং কোন প্রকার প্রাকৃতিক দূর্যোগ দেখা না দেয় তাহলে আশা করা যাচ্ছে রাণীনগর উপজেলায় গত বছরের তুলনায় এবারে সরিষার অধিক ফলন হবে।#
আরও পড়ুন...
নওগাঁর রাণীনগরে অভিযানে কারেন্ট-রিং জাল জব্দ ॥ জরিমানা আদায়
এনবিএন ডেক্সঃ নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে অবৈধ কারেন্ট ও রিং জাল দিয়ে …