29 Chaitro 1431 বঙ্গাব্দ রবিবার ১৩ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / বরিশাল / ভাণ্ডারিয়ায় শীতার্ত দুঃস’দের মাঝে দূঃস’কল্যান সংস্থার শীতবস্ত্র বিতরণ

ভাণ্ডারিয়ায় শীতার্ত দুঃস’দের মাঝে দূঃস’কল্যান সংস্থার শীতবস্ত্র বিতরণ

আজ শনিবার পিরোজপুরের ভাণ্ডারিয়ায় দুঃস’ শীতার্তদের মাঝে দুঃস’কল্যান সংস্থা (ডিকেএস) এর উদ্দ্যেগে জাতীয় পার্টি জেপি চেয়ারম্যান ও সাবেক যোগাযোগ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর উপসি’তিতে শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয়। সকালে উপজেলার নদমুলা ইউনিয়নের চরখালী বাজার প্রাইমারী স্কুল মাঠে জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর উপসি’তিতে বিতরণ করেণ নদমুলা ইউ পি চেয়ারম্যান মোঃ শফিকুল কবির বাবুল তালুকদার, ভান্ডারিয়া সদর ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম সরোয়ার জমাদ্দার , ধাওয়া ইউ পি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, ইকড়ি উইপি চেয়ারম্যান তানভীর  হোসেন বাবু , বিশিষ্ট সমাজ সেবক মোঃ মেজবা উদ্দিন আরিফ জমাদ্দার , মোঃ এমরান তালুকদার , ইকড়ি ইউনিয়নের মাদার্সী বাজারে বিতরণ করেন ইকড়ি ইউপি চেয়ারম্যান তানভীর  হোসেন বাবু ,উপসি’ত ছিলেন ভান্ডারিয়া সদর ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম সরোয়ার জমাদ্দার , ধাওয়া ইউ পি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু। দুপুরে তেলিখালী ইউনিয়নের পুরাতন ইউনিয়ন পরিষদ মাঠে বিতরন করেন তেলিখালী ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উপসি’ত ছিলেন ইউপি সদস্য শাহাদৎ হোসেন মোঃ হারুন অর রশীদ, মোঃ হুমায়ুন শিকদার , মোঃ বাদল মাতুব্বর , মোঃ আলমগীর হোসেন ,ছাত্র সমাজের মোঃ রিপন মির্জা প্রমূখ। দুপুরে নিজ বাসভবনে মধ্যাহ্ন ভোজ শেষে বিকেলে গৌরীপুর ইউনিয়নের চড়াইল জমাদ্দার হাট মাঠে অনুরুপ বিতরণ করেন গৌরীপুর ইউপি চেয়ারম্যান মোঃ আখতারুজ্জামান দুলাল, উপসি’ত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক মাষ্টার মোঃ আব্দুর রশীদ জমাদ্দার, ভান্ডারিয়া সদর ইউনিয়নের বাসষ্টান্ড একতা ক্লাবের সামনে জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর উপসি’তিতে বিতরণ করেণ জেপির যুগ্ন মহাসচিব মোঃ মনিরুল হক জমাদ্দার মনি উপসি’ত ছিলেন ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মোঃ মাহিবুল হোসেন মাহিম ভান্ডারিয়া সদর ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম সরোয়ার জমাদ্দার, গৌরীপুর ইউপি চেয়ারম্যান মোঃ আখতারুজ্জামান দুলাল, সদর ইউপি সদস্য মোঃ জালাল উদ্দিন সিকদার মোঃ আব্দুল কাদের মোঃ আফজাল আকন, মোঃ জাহাঙ্গীর হোসেন মোঃ সিদ্দিকুর রহমান সংরক্ষিত মহিলা সদস্য মঞ্জু রানী , বেবী আক্তার , ফাতিমা বেগম,একতা ক্লাবের উপদেষ্টার মোঃ সেন্টু মোল্লা,সভাপতি মোঃ নুহু হাওলাদার, সাধারণ সম্পাদক মোঃ আজীম হাওলাদার ,নবী হোসেন সহ ক্লাবের অন্যান্য সদস্যরা জেপি চেয়ারম্যন আনোয়ার হোসেন মঞ্জুকে ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা জানান।  ধাওয়া ইউনিয়নের রাজপাশা রেজিঃ প্রাথমিক বিদ্যালয় মাঠে বিতরণ করেণ ধাওয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু , ইউপি সদস্য আবুল আহসান মালকার ,ফিরোজ হোসেন মুন্সী , আব্দুল মালেক সরদার সংরক্ষিত মহিলা সদস্য রানী, বেগম নাছিমা বেগম প্রমূখ। জাতীয় পার্টি জেপি চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর উপসি’তিতে এ সমস-স্থানে  বিতরণ কালে  সফর সঙ্গী হিসেবে উপসি’ত ছিলেন ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান মোঃ মাহিবুল হোসেন মাহিম ,দুস’ কল্যান সংস্থার কর্মকর্তা মুক্তিযোদ্ধা এম এ রব্বানী ফিরোজ, মুক্তিযোদ্ধা কাজী আতাহার আলী উপজেলা যুব সংহতি নেতা মোঃ মিটুল মল্লিক মোঃ মিঠু বিশ্বাস, উপজেলা ছাত্র সমাজের সাধারণ সম্পাদক মোঃ মামুনুর রশীদ , ছাত্র সমাজ নেতা মোঃ শিমুল আকন আফজাল সরদার, মোঃ রাহাত জমাদ্দার ,শিশির দত্ত প্রমূখ।

আরও পড়ুন...

পিরোজপুরের ভান্ডারিয়ায় অজ্ঞানপার্টির খপ্পরে পরে অসুস’ ২

পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুর থেকে ভাণ্ডারিয়া আসার পথে অজ্ঞান পার্টির সদস্যদের খপ্পরে পরে অসুস’ হয়েছে ২জন। …