23 Magh 1431 বঙ্গাব্দ বুধবার ৫ ফেব্রুয়ারী ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / জাতীয় সংবাদ / গত ১৮ ডিসেম্বর নওগাঁ হানাদার মুক্ত দিবস

গত ১৮ ডিসেম্বর নওগাঁ হানাদার মুক্ত দিবস

এনবিএন ডেক্স:- সারাদেশ ১৬ ডিসেম্বর হানাদারমুক্ত হলেও নওগাঁ জেলা শত্রু মুক্ত হয় ২ দিন পর ১৮ ডিসেম্বর। চারিদিকে হানাদারদের আত্মসমর্পনের খবর শুনে নওগাঁর মুক্তিযোদ্ধারা নওগাঁ শহরের চারিদিকে অবস’ান নিতে শুরু করে। মুক্তিযোদ্ধাদের মধ্যে রাজা চৌধুরী, জালাল আহম্মেদ চৌধুরী, আব্দুল মালেক, শিরু দেওয়ান, শফিক খান এর নেতৃত্বে মুক্তিযোদ্ধারা শহরের পশ্চিম পার্শে হাপানিয়া ও দূর্গাপুর, দক্ষিণে দুবলহাটি, পূর্বে পিরোজপুর ও তিলকপুর এবং উত্তরে পাহাড়পুর হাই স্কুলে অবস’ান নেয়। ১৮ ডিসেম্বর সকালে মোঃ আব্দুল মালেকের নেতৃত্বে মুক্তিযোদ্ধাদের বিশাল একটি দল নওগাঁ শহরে প্রবেশ করেন। তৎকালিন হাবিব ব্যাংকের ২ জন পাঞ্জাবী গার্ডকে হত্যা করে মুক্তিযোদ্ধারা হাবিব ব্যাংক ভবনেই নওগাঁয় প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন করে। এসময় শহরের দোগাছী নামক স্থানে একটি মাইন বিস্ফোরনের ঘটনায় ১৪ জন পাক সেনা মারা যায়। এটাই পাক সেনা হতাহতের সর্বশেষ ঘটনা। পরে চারিদিকে অবস্থান নেয়া মুক্তিযোদ্ধারা শহরে প্রবেশ করলে শহরের সাধারন মানুষের মধ্যে আনন্দ উল্লাস দেখা দেয়।#

আরও পড়ুন...

নওগাঁয় ৯টি ককটেল ১৫ টি সাউন্ড বোমাসহ বিপুল পরিমান জিহাদী বই উদ্ধার- ৬ শিবির নেতাকর্মীকে আটক করেছে পুলিশ

এনবিএন ডেক্সঃ নওগাঁ সদরের শহরস্থ নামাজগড় মাদ্রাসা পাড়া থেকে ৯টি ককটেল, ১৫ টি সাউন্ড বোমা …