20 Agrohayon 1431 বঙ্গাব্দ বৃহস্পতিবার ৫ ডিসেম্বর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / কৃষি সংবাদ / কৃষি পন্যের দাম কম হওয়ায় নওগাঁর কৃষকদের মাথায় হাত

কৃষি পন্যের দাম কম হওয়ায় নওগাঁর কৃষকদের মাথায় হাত

এনবিএন ডেক্স:- নওগাঁর উত্তারঞ্চল সহ নওগাঁ জেলায় কৃষি উৎপাদনের প্রধান উপকরণ সার, বীজ, কীটনাষক ও জ্বালানী তৈল দাম বাড়ছে  প্রতি নিয়তই। কিন’ কৃষকদের কৃষি পণ্যের দাম মোটেই বাড়ে নাই। কৃষি পণ্য উৎপাদন করতে কৃষকদের উৎপাদন ব্যয়ের সাথে কৃষি পণ্যের বিক্রয় মূল্যের সামঞ্জস্য না থাকায় প্রান্তিক কৃষককুল দিশেহারা। কৃষকদের উৎপাদন দুই দফায় রাসায়নিক সার ও তিন দফায় জ্বালানী তেলের দাম বৃদ্ধি, শ্রমিকের মুল্য বৃদ্ধি পাওয়ায়  কৃষকগণ কৃষি পণ্যের সঠিক মুল্য থেকে বঞ্চিত হচ্ছে। এদিকে বিগত বছরের তুলনায় চলতি বছরের কৃষকগণ বিভিন্ন এনজিও হতে কৃষি পন্যের উপর ঋণ  নিয়ে তা পরিশোধ করতে অনেক কৃষককেই হিমশিম খেতে হচ্ছে। জানা গেছে, অত্র এলাকায় বেশির ভাগ লোকই কৃষি পণ্যের উপর নির্ভরশীল। প্রতি বছরের ন্যায় এবারও কৃষকরা বুক ভরা আশা নিয়ে কৃষি কাজে নামে। ৰেতে ধান, আলু, পাট, সরিষা, সব্জি জাতীয় ফসল যেমন, ফুলকপি সহ নানা কৃষি পণ্যের ফলন ভাল হলেও ন্যায্য মুল্য বাজারে মিলছে না। এ ব্যাপারে নওগাঁ কৃষি উপ-সম্পসারণ আব্বাস আলি জানান নওগাঁর  পর্যাপ্ত কাঁচামাল দক্ষ জনশক্তি থাকা সত্বেও কৃষি পন্য সংরক্ষনের সরকারী কোন ব্যবস্থা না থাকায় কৃষকদের এই দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ ব্যাপারে আশু পদক্ষেপ নেওয়ার জন্য অভিজ্ঞ মহল সরকারের দৃষ্টি আকর্শন করেন।

আরও পড়ুন...

নওগাঁর রাণীনগরে অভিযানে কারেন্ট-রিং জাল জব্দ ॥ জরিমানা আদায়

এনবিএন ডেক্সঃ নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে অবৈধ কারেন্ট ও রিং জাল দিয়ে …