20 Agrohayon 1431 বঙ্গাব্দ বুধবার ৪ ডিসেম্বর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / শিক্ষা / শিক্ষার্থীদের মানব সম্পদে পরিণত করা ছাড়া কোন বিকল্প নেই -ইসরাফিল আলম এমপি

শিক্ষার্থীদের মানব সম্পদে পরিণত করা ছাড়া কোন বিকল্প নেই -ইসরাফিল আলম এমপি

এবিএন ডেক্স: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স’ায়ী কমিটির সভাপতি মোঃ ইসরাফিল আলম এমপি বলেছেন, দেশে প্রতি বছর প্রায় ৬ লক্ষ মানুষ বেকার হচ্ছে। এই বিপুল পরিমান মানুষকে মানব সম্পদে পরিণত করা ছাড়া কোন বিকল্প নেই। তাই আজকের প্রজন্মের শিক্ষার্থীদের মানব সম্পদে হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের এগিয়ে আসতে হবে। গতকাল বৃহস্পতিবার বিকেলে রাণীনগর বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে পিএমটি ভিত্তিক উৎসাহ উদ্দীপনা সৃষ্ঠির লক্ষ্যে কৃতি ছাত্র-ছাত্রীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা গুলো বলেন। ইসরাফিল আলম এমপি বর্তমান মহাজোট সরকার শিক্ষার উপর সবচেয়ে বেশী গুরুত্ব দিয়েছে উল্লেখ করে বলেন, সরকার ৮ম শ্রেণী পযনর্- শিক্ষাকে অবৈতনিক ঘোষনা করেছে। বিনামূল্যে পাঠ্য-পুস-কই নয় এসব শিক্ষার্থীদের পোষাক, টিফিন ও ওষুধ সরবরাহ দেওয়ারও ব্যবস’া নিয়েছে। এসময় শিক্ষকদের উদ্দেশ্য তিনি বলেন, শুধু পাঠ্যপুস-ক পড়ানোর মধ্যে সীমাবদ্ধ থাকলেই চলবে না, আজকের শিক্ষাথীদের নীতি-নৈতিকতা, আর্দশ, আদব-কায়দা, দেশপ্রেমসহ মানব সম্পদে গড়ে তুলতে এগিয়ে আসতে হবে। রাণীনগর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার অতীন কুমার কুন্ডু, উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন হেলাল, ভাইস চেয়ানম্যান মোঃ শহিদুল্লাহ, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম. জেলা শিক্ষা অফিসার খন্দকার রেজাউল করিম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম আসাদুজ্জামান, সমবায় সমিতির চেয়ারম্যান মফিজ উদ্দিন। শেষে উপজেলার মাধ্যমিক স্কুল পর্যায়ের ২৬৫ জনকে ৫০০ টাকা করে এবং কলেজ পর্যায়ের ১২৫ জনকে ১ হাজার ৫০০ টাকা করে নগদ টাকা ও সনদ প্রদান করে পুরুস্কৃত করা হয়। এসময় উপজেলা শিক্ষক কল্যাণ সমিতির উদ্যোগে অবসরপ্রাপ্ত ২ জন শিক্ষককে ৩৮ হাজার টাকা করে ভাতা প্রদান করা হয়।

আরও পড়ুন...

নওগাঁয় শিক্ষার গুণগত মানোন্নয়ন বিষয়ক আলোচনা সভা

এন বিএন ডেক্সঃ নওগাঁয় কোভিড-১৯ সময়ে প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …