এবিএন ডেক্স: নওগাঁর সবজির বাজার ধস নেমেছে। বাজারে দরপতন হওয়ায় চাষীরা বিপাকে পড়েছে। জানা গেছে, নওগঁ জেলার ১১টি উপজেলার সর্বত্র শীত মুওসুম শুরু হওয়ার সাথে সাথে প্রচুর পরিমাণে সকল প্রকার সবজি বাজারে ওঠতে শুরু করেছে। কিন’ বর্তমানে সবজির দাম পড়ে যাওয়ায় চাষীরা হতাশ হয়ে পড়েছে। গতকাল এলাকার সর্ববৃহৎ নওগাঁর হাটে বেগুন ২টাকা,আলু (পুরাতন) ৫ টাকা,নতুন আলু ১৮ টাকা,মুলা ২ টাকা,পিয়াজ (ভারতীয়) ২৪ টাকা, কলল্লা ১২ টাকা,পটল ১৫ টাকা,কাঁচা মরিচ ৪০ টাকা দরে প্রতি বিক্রি হয়। এছাড়া ফূল কপি ৩ টাকা,বাধা কপি ৭ টাকা দরে বিক্রি হয়। আমদানী প্রচুর হওয়ার অনেক চাষী পণ্য বিক্রয় করতে না পেয়ে পানির দামে বিক্রয় করে চলে যায়। এই সুযোগে কিছু লোক গরু ছাগলকে খাওয়ানোর জন্য এসব সবজি ক্রয় করে। এদিকে শ্যামপুর গ্রামের সবজি চাষী রফিকুল ও বর্ষাইল গ্রামের হাসেম জানান, সবজির বাজার ধস নেমে আসার কারণে সার,কীটনাশক ও শ্রমিকের মজুরী পরিশোধ করতে হিমশিম খেতে হচ্ছে। এ রকম পরিসি’তি থাকলে আগামীতে সবজি উৎপাদনে কৃষক নিরোৎসাহি হবে। এ বিষয়ে নওগাঁ জেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্বাস আলী জানান বর্তমানে বাজারে সবজীর আমদানী প্রচুর থাকার কারণে দাম একটু কম হলেও আগামীতে সবজীর দাম বৃদ্ধি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আরও পড়ুন...
নওগাঁর রাণীনগরে অভিযানে কারেন্ট-রিং জাল জব্দ ॥ জরিমানা আদায়
এনবিএন ডেক্সঃ নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে অবৈধ কারেন্ট ও রিং জাল দিয়ে …