21 Agrohayon 1431 বঙ্গাব্দ বৃহস্পতিবার ৫ ডিসেম্বর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / খেলাধূলা / নওগাঁর ধামইরহাটে আন্তঃ উপজেলা চুড়ান্ত ফুটবল প্রতিযোগিতা

নওগাঁর ধামইরহাটে আন্তঃ উপজেলা চুড়ান্ত ফুটবল প্রতিযোগিতা

এবিএন ডেক্স- নওগাঁর ধাম্‌ইরহাট এম এম ডিগ্রী কলেজ মাঠে আমাইতাড়া যুবকল্যাণ ক্লাবের উদ্যোগে গত  ১৪ ডিসেম্বর আন্ত উপজেলা চুড়ান্ত ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খেলার উদ্বোধন ও খেলা শেষে পুর্বস্কার হিসেবে অংশ গ্রহণকারীদের মাঝে গরু-খাসী বিতরন করেন নওগাঁ-২ (ধামইরহাট-পত্নীতলা) আসনের এমপি আলহাজ্ব মোঃ শহীদুজ্জামান সরকার। চুড়ান্ত প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে মহাদেবপুর ফুটবল ক্লাবের সঙ্গে ২-৪ গোলে পত্নীতলা ফুটবল ক্লাব বিজয়ী হয়। আন্তঃ উপজেলা ফুটবল প্রতিযোগিতার আহবায়ক পৌর কাউন্সিলর মুক্তাদিরুল হক জানান, সুষ্ঠু পরিবেশ পেলে আমরা নিয়মিত ভাল খেলা উপহার দেব। খেলা চলাকালে লোক সমাগম ছিল দেখার মত।

আরও পড়ুন...

খেলাধুলার চর্চা বাড়ানোর আহবান খাদ্যমন্ত্রীর

এনবিএন ডেক্সঃ মাদকমুক্ত যুবসমাজ গঠনে খেলাধুলার চর্চা বাড়ানোর আহবান জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।  শুক্রবার বিকালে …