20 Agrohayon 1431 বঙ্গাব্দ বৃহস্পতিবার ৫ ডিসেম্বর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / জাতীয় সংবাদ / উন্নত যোগাযোগ ব্যবস্থা জাতীয় উন্নয়নের চাবিকাঠি —— শহীদুজ্জামান এমপি

উন্নত যোগাযোগ ব্যবস্থা জাতীয় উন্নয়নের চাবিকাঠি —— শহীদুজ্জামান এমপি

এবিএন ডেক্সঃ নওগাঁর ধামইরহাট উপজেলার লক্ষীতাড়া খাড়ীর উপর প্রকল্প বাস্তবায়ন দপ্তরের নিয়ন্ত্রনাধীন ব্রিজ নির্মান কাজের ভিত্তি প্রস’র স্থাপন কালে প্রধান অতিথি ধামইরহাট-পত্নীতলার এমপি আলহাজ্ব শহীদুজ্জামান সরকার উপরোক্ত কথা বলেন। উদ্বোধন উপলৰে খাড়ীর পাড়ে এক সংক্ষিপ্ত উদ্বোধনী সভা উপজেলা নির্বাহী অফিসার মুহাঃ মিজানুর রহমান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ দেলদার হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুল্লাহ মিঞা, ইউপি চেয়ারম্যান শাহাজাহন আলী কমল, নুরুজ্জামান, জিল্লুর রহমান প্রমুখ। প্রধান অতিথি ১৯ লক্ষ টাকা ব্যয়ে  নির্মিতব্য  ব্রিজটি অতি শ্রীঘ্রই নির্মান কাজ শেষ করতে ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স জয়া কনষ্ট্রাকশনকে আহবান জানান। উল্লেখ্য ব্রিজটি নির্মান হলে অবহেলিত যোগাযোগ বিচ্ছিন্ন ১০ টি গ্রামের প্রায় ৮ হাজার লোক চলাচলে সুবিধা ভোগ করবে।

আরও পড়ুন...

নওগাঁয় ৯টি ককটেল ১৫ টি সাউন্ড বোমাসহ বিপুল পরিমান জিহাদী বই উদ্ধার- ৬ শিবির নেতাকর্মীকে আটক করেছে পুলিশ

এনবিএন ডেক্সঃ নওগাঁ সদরের শহরস্থ নামাজগড় মাদ্রাসা পাড়া থেকে ৯টি ককটেল, ১৫ টি সাউন্ড বোমা …