সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের এনায়েতপুরে পুলিশ সদস্যদের গণধোলাই দিয়ে গ্রামবাসি ও স্বজনরা চুরি মামলার এক আসামী ছিনতাই করে নিয়েছে। এ ঘটনায় পুলিশ ছিনিয়ে নেয়া আসামীকে ধরতে না পেরে তার মা রওশন আরা বেগম (৫০) ও ভাবী আকলিমা খাতুন (২০)কে আটক করেছে। পুলিশ এ ঘটনায় কমপক্ষে ২৫ জনের নামে মামলা করেছে। এ রিপোর্ট লেখা পর্যন- ছিনিয়ে নেয়া আসামীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। স’ানীয় সূত্র ও পলিশ জানায়, মঙ্গলবার মধ্যরাত ১২টার দিকে এনায়েতপুর থানার সাত জনের একদল পুলিশ চুরি মামলার আসামী খুকনী ইউনিয়নের খোকশাবাড়ি গ্রামের আলতাব সরকারের ছেলে ইফতিখার সরকার (২৭)কে গ্রেফতারের জন্য তার বাড়িতে অভিযান চালায়। পুলিশ বাড়িতে ঢুকেই ইফতিখারকে হাতেনাতে ধরে ফেলে এবং বাড়িতে রাখা চুরির টাকা উদ্ধারে তল্লাশি চালায়। এ সময় বাড়ির লোকজন ডাকাত ডাকাত বলে চিৎকার শুরু করলে আশেপাশে লোকজন এসে পুলিশ সদস্যদের গনধোলাই দিয়ে ইফতিখারকে ছিনিয়ে নিয়ে যায়। গ্রামবাসি প্রকৃত ঘটনাটি পরে বুঝতে পেরে পুলিশের ভয়ে পালিয়ে যায়। এনায়েতপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ রেজা, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শহিদুল ইসলাম ও কনস্টেবল জুলফিকার আলীসহ কমবেশী সকলেই গ্রামবাসির গনধোলাইয়ের শিকার হন। এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক আসামী ছিনতাইয়ের ঘটনা ও পুলিশ সদস্যদের আহত হবার বিষয়ে সত্যতা স্বাীকার করে।
আরও পড়ুন...
নওগাঁয় নিখোঁজের ৭ দির পর মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার
এনবিএন ডেক্সঃ নওগাঁর বদলগাছীতে ব্রিজের নিচ থেকে সাকিব হোসেন (১৫) নামে এক মাদ্রাসা ছাত্রের মরদেহ …