22 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / ক্রাইম নিউজ / পিরোজপুরে রাজারহাটে ২ ভন্ড ওজাকে গন ধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

পিরোজপুরে রাজারহাটে ২ ভন্ড ওজাকে গন ধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

পিরোজপুরে  শহরে রাজারহাট হতে  দুই  ভন্ড ওজাকে গন ধোলাই দেবার পর পুলিশে সোপর্দ করেছে জনতা। সোমবার গভীর রাতে শহরের রাজারহাট নদীর পাড়ের একটি বাসা থেকে এদের কে আটক করা হয়। আটককৃতরা হলো মেড়েলগঞ্জের পঞ্চকরণ বাসিন্দা সুলতান ভান্ডারীর পুত্র দুলাল ভান্ডারী ও তার সহযোগী মৃত মনসুর শেখের পুত্র আনোয়ার শেখ।স’ানীয় বাসিন্দারা ও থানা সূত্রে জানাগেছে, এ দুই ভন্ড ওজা জ্বীন হাজিরের নাম করে শহরের রাজারহাট নদীর পাড়ের বাসিন্দা  উত্তম ঘোষের বাড়িতে অসুস্থ্য বাবার চিকিৎসার নাম করে শেষ পর্যন্ত কৌশলে তার মাকে নেশাজাত ঔষধ দিয়ে অজ্ঞান করে ফেলে। এ দিকে ঘরের দরজা বন্দ করে এ দুই ওজার   ভন্ডামনি-তে   সন্দেহ  হলে স্থানীয় জনতা এদের আটককরে গন ধোলাই দেয়।

আরও পড়ুন...

নওগাঁয় তরুণকে অপহরণ চেষ্টা, আটক ২

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় এক তরুণকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন দুই …