20 Agrohayon 1431 বঙ্গাব্দ বুধবার ৪ ডিসেম্বর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / ক্রাইম নিউজ / পিরোজপুরে জুয়ার কোর্ট থেকে অর্ধ লক্ষ টাকা সহ ১৭ জুয়ারী গ্রেফতার

পিরোজপুরে জুয়ার কোর্ট থেকে অর্ধ লক্ষ টাকা সহ ১৭ জুয়ারী গ্রেফতার

আনন্দ মেলার নামে জুয়া চলা কালে  পিরোজপুর স্টেডিয়াম থেকে ১৭  জুয়ারিকে আটক করেছে র‌্যাপিট একশ্যান ব্যাটালিয়ান (র‌্যাব-৮)।সোমবার গভীর রাতে  জুয়ার কোর্ট থেকে অর্ধ লক্ষ টাকা এবং খেলার সরঞ্জাম সহ  এদের কে আটক করার পর সদর থানায় সোপর্দ করা  হয়। র‌্যাব  সূত্রে জানাযায়,  পিরোজপুর জেলা স্টেডিয়ামে ৮ ডিসেম্বর থেকে আনন্দ মেলার নামে যাত্রা , সার্কাস,পুতুল নাচ সহ বিক্ষিপ্ত ভাবে জুয়া ও নগ্ন নৃত্য চলছিল। খবর পেয়ে র‌্যাব -৮ (বরিশাল অঞ্চল) এ অভিযান চলায়। আটককৃতদের বাড়ি পিরোজপুর ,বাগেরহাট ,ঝালকাঠী সহ বিভিন্ন স’ানে । সদর থানার ও,সি মিজানুর রহমান জানান, আটককৃতদের জেল হাজতে পাঠানো হয়েছে

আরও পড়ুন...

নওগাঁয় নিখোঁজের ৭ দির পর মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

এনবিএন ডেক্সঃ নওগাঁর বদলগাছীতে ব্রিজের নিচ থেকে সাকিব হোসেন (১৫) নামে এক মাদ্রাসা ছাত্রের মরদেহ …