এনবিএন ডেক্স: নওগাঁর আত্রাইয়ে পূর্ব শত্রুতার জের ধরে ১বিঘা জমির রোপিত সরিষা ক্ষেতে আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে ক্ষতিগ্রস’ কৃষক আত্রাই থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। এলাকাবাসী ও থানায় দাখিলকৃত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বিশা ইউনিয়নের খাসখামার গ্রামের আজিমুদ্দিন সরদার খাসখামার গ্রামের মসজিদের ১বিঘা জমি দীর্ঘ দিন থেকে লীজ নিয়ে চাষাবাদ করে আসছেন। চলতি বছর উক্ত লীজকৃত জমিতে সরিষা চাষ করেন তিনি। গত শনিবার পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের এনায়েতউল্লাহর পুত্র আব্দুস সাত্তার তার লোকজনসহ সংঘবদ্ধ হয়ে জমিতে গিয়ে সরিষা ক্ষেতে আগুন লাগিয়ে দেয়। এতে ক্ষতিগ্রস’ কৃষক আজিমুদ্দিনের বিপুল পরিমান টাকার ক্ষয়ক্ষতি হয়। আত্রাই থানার ওসি আব্দুল লতিফ খান বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস’া নেয়া হবে।
আরও পড়ুন...
নওগাঁর রাণীনগরে অভিযানে কারেন্ট-রিং জাল জব্দ ॥ জরিমানা আদায়
এনবিএন ডেক্সঃ নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে অবৈধ কারেন্ট ও রিং জাল দিয়ে …