এনবিএন ডেক্স: নওগাঁর আত্রাইয়ে সন্ত্রাসী কায়দায় জোর পূর্বক অন্যের প্রায় ৪০ বিঘা জমি জবরদখলের অভিযোগ পাওয়া গেছে। গত রোববার ওই জমির মালিকানা দাবীদার উপজেলার দমদমা গ্রামের আব্দুল মালেক মুকুল ও তার স্ত্রী ময়না খাতুন নওগাঁ পুলিশ সুপার বরাবর এ সংক্রান্তএকটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। অভিযোগে বলা হয়েছে, উপজেলার কাজিপাড়া গ্রামের আব্দুর রহিম, আকালু সোনার, আপের আলী পেয়াদা, পেয়াদাপাড়ার বেলাল, মোজাম, ফজলু, মাজেদুর, রহমান, ঘোষপাড়া গ্রামের মনি, রাজ্জাকসহ সরকারী দলের প্রভাবশালী ১৯ জন ব্যক্তি সমপূর্ণ অবৈধভাবে আমর্বল কসবা মৌজায় দুই দাগে ১৩ দশমিক ২০ একর জমি জবরদখল করেছে। সমপ্রতি এ সংক্রান্ত একটি মামলায় উচ্চ আদালত আব্দুল মালেকের পক্ষে জমির মালিকানার রায় দিলেও তাদেরকে জমির মালিকানা দেয়া হচ্ছেনা। বিধায় তারা এখন প্রশাসনের বিভিন্ন স্তরে দ্বারে দ্বারে ধুরছেন। ওই জমিতে ধান চাষ ও বর্ষাকালে দেশীয় প্রজাতির বিপুল পরিমান মাছ উৎপন্ন হয়ে থাকে। তাদের মতে, জবর দখলকারীরা সরকারী দলের প্রভাবশালী হওয়ায় ভয়ে সাধারন মানুষ তাদের বির্বদ্ধে মুখ খুলতে পারছেনা। এমনকি ওইসব প্রভাবশালীদের ভয়ে তারা নিজেরাও চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। এদিকে ওই জমি দখলকে কেন্দ্র করে সেখানে টান টান উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় বড় ধরনের সংঘর্ষ ঘটতে পারে বলে এলাকাবাসী শঙ্কিত।
এব্যাপারে আত্রাই থানার ওসি আব্দুল লতিফ খানের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, জমি-জমার মালিকানা সংক্রান্ত ব্যাপারে পুলিশের কিছু করনীয় নেই। তবে জমি নিয়ে সৃষ্ট আইন-শৃঙ্খলা পরিসি’তি বজায় রাখা এবং জনসাধারনের নিরাপত্তা বিধানের জন্য পুলিশ ইতোমধ্যেই প্রয়োজনীয় ব্যবস’া গ্রহণ করেছে।
আরও পড়ুন...
নওগাঁয় নিখোঁজের ৭ দির পর মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার
এনবিএন ডেক্সঃ নওগাঁর বদলগাছীতে ব্রিজের নিচ থেকে সাকিব হোসেন (১৫) নামে এক মাদ্রাসা ছাত্রের মরদেহ …