22 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / ক্রাইম নিউজ / নওগাঁর সাপাহারে ১শ বছরের পুরাতন ছাতিয়ান গাছটি কেটে ফেলছে প্রভাবশালীরাঃ জনমনে অসন্তোষ

নওগাঁর সাপাহারে ১শ বছরের পুরাতন ছাতিয়ান গাছটি কেটে ফেলছে প্রভাবশালীরাঃ জনমনে অসন্তোষ

এনবিএন ডেক্সঃ নওগাঁয় সাপাহার উপজেলা সদরের চৌরাস্তা (জিরো পয়েন্টে) মোড়ে অবস্থিত প্রায় একশ বছর বয়সের বিশাল আকৃতির ছাতিয়ান গাছটি স্থানীয় সরকারদলীয় কতিপয় প্রভাবশালী নেতাদের ছত্রচ্ছায়ায় কেটে ফেলা হচ্ছে। এ নিয়ে স্থানীয় সচেতন এবং সাধারন মানুষের মধ্যে অসন্তোষ পরিলক্ষিত হচ্ছে। উপজেলা সদরের চৌরাস্তায় নবনির্মিত স্বাধীনতার স্মৃতিসৌধ-এর উন্নয়ন এবং সৌন্দর্য বৃদ্ধির অযুহাত দেখিয়ে কোন নিয়মনীতির তোয়াক্কা না করে ঐ গাছটি কেটে ফেলার উদ্যোগ নেয়া হয়েছে। জানা গেছে সাপাহার উপজেলা সদরের প্রাণ কেন্দ্র হিসেবে পরিচিত ওই মোড়ে অবিস্থিত শত বর্ষের পুরাতন এই ছাতিয়ান গাছটি সাপাহারের অনেক সংস্কৃতির সাথে জড়িত। এই গাছের নিচে সু-শীতল ছায়ায় যুগযুগ ধরে পথচারী এবং বিভিন্ন যানবাহনের যাত্রী সাধারন, রিক্সা-ভ্যান শ্রমিকগণ বিশ্রাম নিয়ে থাকেন। বিগত ৫/৬ বছর পুর্বে সরকারী ভাবে উচ্ছেদ অভিযানের অংশ হিসাবে সেখানকার যাত্রীছাউনীটি ভেঙ্গে ফেলা হলে এই গাছটি পথচারী এবং যাত্রীসাধারনের বিশ্রামের একমাত্র আশ্রয়স’ল হিসাবে পরিনত হয়। প্রতিদিন হাজার হাজার পথচারী এবং যাত্রীসাধারন রোদ বৃষ্টি ঝড়ে এই গাছের নিচে নিরাপদ আশ্রয় খুঁজে ফিরেন। সমপ্রতি ওই গাছের পশ্চিম পার্শ্বের ফাঁকা জায়গার উপর মহান মুক্তি যুদ্ধের বিজয় স্মৃতি স্তম্ভ  নির্মান করা হয়। এর নির্মান কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। আগামী ১৫ ডিসেম্বর স্থানীয় সংসদ সদস্য কর্তৃক এর উদ্বোধন করার কথা। গাছকাটাকে নিয়ে স’ানীয় গণ্যমান্য ব্যক্তিপর্যায়ে দুই মতে বিভক্ত হয়ে পড়েন। একটি অংশ চান গাছটি কেটে ফেলে ঐ স্মৃতিস্তম্ভের সৌন্দর্য বৃদ্ধি করা হোক। অন্য অংশের দাবী গাছটি না কেটে তার অপ্রয়োজনীয় ডালপালা কেটে ফেলা হোক। অবশেষে আওয়ামীলীগের প্রভাবশালী নেতাদের পরামর্শে গাছের মুল মালিক সড়ক ও জনপথ বিভাগকে না জানিয়ে গাছটি কেটে ফেলার উদ্যোগ নেয় এবং সে অনুযায়ী গাছ কাটা শুর্ব করা হয়। এ নিয়ে সাপাহার উপজেলার সাধারন মানুষের মধ্যে ক্ষোভ এবং অসন্তোষ দানা বেধে উঠে। ছুটিতে অবস’ানরত সাপাহার উপজেলার নির্বাহী কর্মকর্তা রশিদুল মান্নাফ কবীর মোবাইল ফোনে জানিয়েছেন গাছটি সড়ক ও জনপথ বিভাগের। মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ নির্মানের পর এর সৌন্দর্যবৃদ্ধির প্রয়োজনীয়তায় স্থানীয় একটি মহল গাছটি কাটা এবং অন্য পক্ষ গাছের কেবল ডালপালা কেটে ফেলার পক্ষে মত দেন। তবে গাছ কাটার ব্যাপারে তিনি কিছুই জানেন না। ঢাকায় প্রশিক্ষণরত নওগাঁ’র সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী নুর-ই-আলমের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেছেন সাপাহারের গাছ কাটা সম্পর্কিত কোন তথ্য তাঁর জানা নেই। জেলা প্রশাসক ড.মোছাম্মৎ নাজমানারা জানিয়েছেন সাপাহারের একটি মহল গাছ কাটার অনুমতি চাইলে তাদের কোন অনুমতি বা গাছকাটা সম্পর্কিত সরকারীভাবে কোন সিদ্ধান্ত দেয়া হয়নি। তারপরও কে বা কারা গাছটি কেটে ফেলছেন তা তিনি খতিয়ে দেখছেন।

আরও পড়ুন...

নওগাঁয় তরুণকে অপহরণ চেষ্টা, আটক ২

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় এক তরুণকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন দুই …