এনবিএন ডেক্সঃ নওগাঁর পোরশায় ইঞ্জিন চালিত ভটভটির চাপায় এক শিশুর মৃতু হয়েছে। এসময় ভটভটি উল্টে আহত হয়েছে ১০জন। জানাগেছে গতকাল সোমবার বেলা ২টার সময় সরাইগাছি থেকে আড্ডাগামী একটি ভটভটি সরাইগাছি আড্ডা রোডের তাইতোড় মোড়ে দাড়িয়ে থাকা এক শিশুকে চাপা দিলে ঘটনা স’লেই সে মারা যায়। শিশুটি তাইতোড় গ্রামের জালাল উদ্দিনের মেয়ে খাতিজা(১০)। সে এবার ধুলাডাংগা রেজিঃ বে-সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে ৫ম শ্রেণির সমাপনি পরীক্ষা দিয়েছে। অপরদিকে ঐ ভটভটির ড্রাইভার লাফ দিয়ে পালিয়ে গেলে গাছের সাথে ধাক্কা লেগে ভটভটি উল্টে গিয়ে ১০জন আহত হয়। আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন...
নওগাঁয় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ শিক্ষকসহ নিহত ০৫ আহত-০১
নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় সদর উপজেলার বাবলাতলী মোড় নামক স্থানে ট্রাক ও সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি …