এনবিএন ডেক্স: নওগাঁ সদর উপজেলার বোয়ালিয়া বাজারে অগ্রনী ব্যাংক শাখায় শনিবার রাতে ডাকাতি সংঘটিত হয়েছে। এতে ২ লাখ ৬৫ হাজার টাকা লুট হয়েছে বলে ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন । অগ্রনী ব্যাংক বোয়ালিয়া শাখার ব্যবস্থ্যপক আজিজুল ইসলাম জানান, রোববার সকালে ব্যাংকে এসে ব্যাংক ভবনের উত্তর পাশের একটি জানালা, টাকা রাখা ঘরের তালা (ভোল্ট) ও সিন্ধুকের তালা ভাঙ্গা দেখতে পেয়ে উর্দ্ধতন কর্মকর্তা ও পুলিশকে দেয়া হয়। তিনি আরও জানান, ঘটনা জানাজানি হবার পর থেকে রাত্রীকালীন প্রহরি রায়হান জামিল (৫০) কে খুজে পাওয়া যাচ্ছেনা। রায়হান সদর উপজেলার সাহাপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে। সে প্রায় ২২ বছর যাবত ওই ব্যাংকে চাকুরিরত। নওগাঁ সদর থানার পরিদর্শক (তদন্ত) এনামুল হক জানান, সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহফুজ আফজাল ঘটনাস’ল পরিদর্শন করেছেন। বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে। #
আরও পড়ুন...
নওগাঁয় নিখোঁজের ৭ দির পর মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার
এনবিএন ডেক্সঃ নওগাঁর বদলগাছীতে ব্রিজের নিচ থেকে সাকিব হোসেন (১৫) নামে এক মাদ্রাসা ছাত্রের মরদেহ …