20 Agrohayon 1431 বঙ্গাব্দ বৃহস্পতিবার ৫ ডিসেম্বর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / ক্রাইম নিউজ / নওগাঁর মহাদেবপুরে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতারসহ ২ চোলাই ব্যবসায়ীর জেল জরিমানা

নওগাঁর মহাদেবপুরে ২ মাদক ব্যবসায়ী গ্রেফতারসহ ২ চোলাই ব্যবসায়ীর জেল জরিমানা

এনবিএন ডেক্সঃ নওগাঁর মহাদেবপুরে গতকাল শনিবার ২জন মাদক ব্যবসায়ী গ্রেফতারসহ ২ চোলাই মদের ব্যবসায়ীকে জেল ও জরিমানা দিয়েছেন ভ্রামম্যান আদালত। মহাদেবপুর থানার ওসি মাহমুদুল আলম জানান শুক্রবার রাতে এসআই অর্পন দাস সদর ইউপির চকগোবিন্দ্র গ্রামের মহির উদ্দীনের পুত্র ফেন্সীডিল ব্যবসায়ী বদিউজ্জামান বদিকে ১শ বোতল ফেন্সীডিল ও ওই দিন সকালে চেরাগপুর ইউপির ঋষিপাড়া থেকে নারায়র ঋষির স্ত্রী শ্রীমতি শুভরাণীকে ৮লিটার চোলাই মদসহ গ্রেফতার করেন। এছাড়া ভ্রামম্যান আদালতের ম্যাজিট্রেট ইউএনও আখতারুজ্জাম শনিবার দুপুরে মগলিশপুর আদিবাসী পাড়ার মৃত গদা উরাও”র ছেলে শিরিশ উরাওকে(৪৮) ১বছরের কারাদন্ড এবং উত্তরগ্রাম ইউপির সুলতানপুরের শী্র কুমারের ছেলে বিভূতি(৪৩)কে ৫ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করেন।

আরও পড়ুন...

নওগাঁয় নিখোঁজের ৭ দির পর মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

এনবিএন ডেক্সঃ নওগাঁর বদলগাছীতে ব্রিজের নিচ থেকে সাকিব হোসেন (১৫) নামে এক মাদ্রাসা ছাত্রের মরদেহ …