এনবিএন ডেক্স: আজ শনিবার ১০ ডিসেম্বর নওগাঁর রাণীনগর থানা হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে বীর মুক্তিযোদ্ধারা পাক হানাদার বাহিনীর সাথে দিনভর সম্মুখ যুদ্ধে রাণীনগর থানাকে হানাদার মুক্ত করেছেন। এ সময় লুৎফর রহমান নামের এক বীর মুক্তিযোদ্ধা শহীদ হয়েছেন। স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা জানান, ১৯৭১ সালের ৯ ডিসেম্বর কমান্ডার আকতারুজ্জামান রঞ্জু ও সহ কমান্ডার হারুনূর রশিদের নেতৃত্বে রাণীনগর থানা হানাদার মুক্ত করার সিদ্ধান্ত নেয় মুক্তিযোদ্ধারা। ৪০/৫০ জনের মুক্তিযোদ্ধার দলের সাথে আব্দুল মালেক (বর্তমানে নওগাঁ সদর উপজেলা চেয়ারম্যান) এর দল, হক এর দল, মোফাজ্জল এর দল এবং কমিউনিষ্ট গেরিলা দলের সহযোগিতায় ৯ ডিসেম্বর থেকেই এ্যাটাকের সিদ্ধান্ত চুড়ান্ত হয়। সিদ্ধান্ত অনুসারে নির্দিষ্ট দিনে সকল প্রস’তি নিয়ে উত্তর পাশে হক এর দল, পশ্চিম পাশে আব্দুল মালেকের দল, পুর্ব পাশে কমিউনিষ্ট গেরিলারা ও মোফাজ্জর এর দল অবস্থান নেয়। কমান্ডার আকতারুজ্জামান রঞ্জু ও সহ কমান্ডার হার্বনূর রশিদের নেতৃত্বে নূরুল ইসলাম, রাজ্জাক, সোলেমান, সমশের, আক্কাছ, কামর্বল, তকিম, ইব্রামিয়া বর্তমান উপজেলা পরিষদের পুকুরের জঙ্গলে অবস্থান নেয়। তারপর উপজেলার পূর্ব পাশের ছোট কালভাট হয়ে বর্তমান সাফা কোল্ড ষ্টোরেজ পার হয়ে পূর্ব দিকে রেল ক্রসিংয়ে অবস’ান নেয়ার জন্য মাঠের মধ্যে দিয়ে যাবার সময় পাক হানাদার বাহিনী ফায়ারিং শুর্ব করে। তখন মুক্তিযোদ্ধারা জমির উঁচু আইল ও সিমানা পিলারের আড়ালে অবস’ান নিয়ে শত্রুদের উপর পাল্টা ফায়ারিং শুরু করেন। দক্ষিণ পাশের মুক্তিযোদ্ধাদের ফায়ারিং শুনে চারিদিক থেকে মুক্তিযোদ্ধারা হানাদার বাহিনীর অবস্থান সমূহে ও ব্যাংকারে বৃষ্টির মতো ফায়ারিং শুরু করেন। এ সময় আত্রাই থেকে ট্রেন যোগে হানাদার বাহিনী রাণীনগর না আসতে পারে তার জন্য নুর্বল ইসলাম ও দুলু চকের ব্রীজের উত্তর দিকে জোড়া খেজুর তলী নামক স্থানে রেল লাইন উড়িয়ে দিয়ে রেল যোগাযোগ বিছিন্ন করেন। বীর মুক্তিযোদ্ধা ও পাক হানাদার বাহিনী মধ্যে তুমুল গোলা গুলির শব্দে আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছিল। ১০ ডিসেম্বর বিকেল ৫টার পর বীর মুক্তিযোদ্ধাদের আক্রমণে পাক হানাদার বাহিনী ও তার দোসররা বগুড়া জেলার সান্তাহা
আরও পড়ুন...
নওগাঁয় ৯টি ককটেল ১৫ টি সাউন্ড বোমাসহ বিপুল পরিমান জিহাদী বই উদ্ধার- ৬ শিবির নেতাকর্মীকে আটক করেছে পুলিশ
এনবিএন ডেক্সঃ নওগাঁ সদরের শহরস্থ নামাজগড় মাদ্রাসা পাড়া থেকে ৯টি ককটেল, ১৫ টি সাউন্ড বোমা …