27 Boishakh 1432 বঙ্গাব্দ শনিবার ১০ মে ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / কৃষি সংবাদ / নওগাঁয় কৃষি শ্রমিকের সংকট

নওগাঁয় কৃষি শ্রমিকের সংকট

এনবিএন ডেক্স: নওগাঁর ১১ উপজেলায় কৃষি শ্রমিকের সংকট দেখা দিয়েছে। ফলে কৃষকদের ক্ষেত-খামারের চাষাবাদসহ ফসল পরির্চযা কাজও ব্যাহত হচ্ছে। কৃষি শ্রমিক না পাওয়ার কারণে কৃষক মোকারম হোসেন নিজেই জমিতে করলা লাগানো শুরু করেছেন। জেলার সকল উপজেলার রাস্তাঘাট পাকা হওয়ায় এক সময়ের কৃষি শ্রমিকদের অধিকাংশই এখন রিকশাভ্যান, নছিমন. করিমন চালিয়ে জীবিকা নির্বাহ করছে। ফলে বেশি মজুরি দিয়েও শ্রমিক বা ক্ষেতমজুর পাওয়া যাচ্ছেনা। এছাড়া স’ানীয় একাধিক সমাজ উন্নয়নমূলক এনজিও থেকে ঋণ নিয়ে অনেক কৃষি শ্রমিক হাঁস মুরগি, গবাদিপশু পালন, মৎস্য চাষসহ নানা কাজকর্ম করে জীবিকা নির্বাহ করছে। জেলার সদর উপজেলার তিলকপুর ইউনিয়নের নারায়নপুর গ্রামের কৃষক তোফাজ্জল হোসেন  জানান, আগের তুলনায় কৃষি শ্রমিকের মজুরি দ্বিগুনের বেশি হওয়া সত্ত্বেও কৃষি শ্রমিক পাওয়া যাচ্ছে না। এ ব্যাপারে নওগাঁ কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্বাস আলী বলেন, কৃষি শ্রমিকের সংখ্যা দিন দিন কমে গেলেও চাষাবাদ যে ভাবেই হউক রক্ষা করতে হবে।

আরও পড়ুন...

শষ্য ভান্ডার খ্যাত আত্রাইয়ে পাট চাষে আগ্রহ হারাচ্ছে কৃষক

এনবিএন ডেক্সঃ উত্তর জনপদের শষ্য ভান্ডার খ্যাত নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশের অন্যতম অর্থকারী ফসল ‘সোনালী আঁশ’ …