22 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / ক্রাইম নিউজ / নওগাঁর মহাদেবপুরে এক দশকে বিএমডিএ-সওজ এবং বন বিভাগের লক্ষাধিক গাছ সড়ক থেকে লাপাত্তা ॥ সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা নীরব

নওগাঁর মহাদেবপুরে এক দশকে বিএমডিএ-সওজ এবং বন বিভাগের লক্ষাধিক গাছ সড়ক থেকে লাপাত্তা ॥ সংশ্লিষ্ট কর্তৃপক্ষরা নীরব

এনবিএন ডেক্সঃ নওগাঁর মহাদেবপুরে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপৰ (বিএমডিএ), সড়ক ও জনপথ এবং বন বিভাগের বিভিন্ন প্রজাতির লৰাধিক গাছ উপজেলার সড়কগুলো থেকে লুটপাট হয়ে গেছে। ঐ সব অধিকাংশ গাছের প্রতিটির আনুমানিক মূল্য ৩ থেকে ৫০ হাজার টাকা বলে জানা গেছে। কোটি কোটি টাকা মূল্যের এসব গাছ গত প্রায় এক দশক ধরে উপজেলার আঞ্চলিক মহাসড়কসহ বিভিন্ন রাস্তা থেকে গায়েব করে দিয়েছে একটি প্রভাবশালী চক্র। এ চক্রটি আইনকে বৃদ্ধাংগুলি দেখিয়ে কখনো গায়ের জোরে আবার কখনো সংশ্লিষ্ট ওইসব বিভাগের কতিপয় অসাধু কর্মকর্তাকে ম্যানেজ করে গাছগুলো কেটে বিক্রি করে দিয়েছে বলে অভিযোগ রয়েছে। এদিকে কোটি কোটি টাকা মূল্যের লক্ষাধিক গাছের কোন হদিস পাওয়া না গেলেও নীরব দর্শকের ভূমিকায় রয়েছে বিএমডিএ, স,ও,জ এবং বন বিভাগের ঊর্দ্ধতন কর্তৃপক্ষ। কেটে নিয়ে যাওয়া গাছগুলোর বিষয়ে ওইসব বিভাগের স্থানীয় বর্তমান কর্মকর্তাদের কেউই দায়ভার নিতে চাচ্ছেন না। তারা আগের কর্মকর্তাদের উপর দোষ চাপিয়ে নিজেদের দায় এড়িয়ে চলছেন। খোঁজ নিয়ে জানা গেছে, গায়েব হয়ে যাওয়া বিভিন্ন প্রজাতির এসব গাছের মধ্যে প্রাচীণ আমলের সহস্রাধিক কড়ই, জাম, বট ও পাইকড় গাছও রয়েছে। এছাড়াও লুটপাট হওয়া অন্যান্য গাছের মধ্যে ছিল শিশু, আকাশ মণি, মেহগনি, ইউকালিপটাস, আম ও কাঁঠাল। প্রভাবশালী এ চক্রটি পর্যায়ক্রমে একের পর এক ওইসব গাছের প্রথমে ডাল-পালা এবং পরে পুরো গাছটিই কেটে নিয়ে গেছে। সংশ্লিষ্ট বিভাগের স্থানীয় অফিসগুলোর নির্ভরযোগ্য একটি সূত্র জানায়, লাপাত্তা হওয়া ওইসব গাছের মধ্যে কিছু সংখ্যক গাছ প্রাকৃতিক দুর্যোগজনিত কারণে নষ্ট দেখানো হয়েছে। আবার হিসাব ঠিক রাখতে অবশিষ্ট গাছগুলো কাগজ-কলমে দেখানো হলেও বাস্তবে ওইসব সড়কে এখন গাছের কোন অস্তিত্বই নেই।

আরও পড়ুন...

নওগাঁয় তরুণকে অপহরণ চেষ্টা, আটক ২

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় এক তরুণকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন দুই …