21 Agrohayon 1431 বঙ্গাব্দ বৃহস্পতিবার ৫ ডিসেম্বর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / ক্রাইম নিউজ / সিরাজগঞ্জে র‌্যাব-১২, অভিযানে ভারতীয় জর্জেট শাড়ী ও থ্রী পিচ উদ্ধার

সিরাজগঞ্জে র‌্যাব-১২, অভিযানে ভারতীয় জর্জেট শাড়ী ও থ্রী পিচ উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের র‌্যাব-১২, অপরাধ দমন স্পেশাল কোম্পানী, ক্যাম্পের ডিএডি মোঃ মফিজউদ্দিন এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর রাতে একটি বিশেষ অভিযান দল সলংগা থানাধীন হাটিকুমড়ুল মোড় নামক স’ানে মহাসড়কের উপর অস’ায়ী চেক পোষ্ট স’াপনের মাধ্যমে বিভিন্ন যানবাহন তল্লাশীকালে রংপুর হইতে ঢাকাগামী কাভার্ড ভ্যান যার (রেজিঃ নং-ঢাকা মেট্রো ড-১৪-০২৬৩) উক্ত ভ্যানটি আটক করিয়া তল্নাশী করিলে কাভার্ড ভ্যানের বাংকারের ভিতর ০৪টি সাদা বড় প্নাষ্টিকের অবস্থায় মালিক বিহীন পরিত্যক্ত অবস্থায় ২০৫ পিচ ভারতীয় জর্জেট শাড়ী ও ১৯৫ পিচ ভারতীয় জর্জেট থ্রী-পিচ সর্বমোট (২০৫+১৯৫)=৪০০ পিচ শাড়ী ও থ্রীপিচ উদ্ধার করেছে।

আরও পড়ুন...

নওগাঁয় নিখোঁজের ৭ দির পর মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

এনবিএন ডেক্সঃ নওগাঁর বদলগাছীতে ব্রিজের নিচ থেকে সাকিব হোসেন (১৫) নামে এক মাদ্রাসা ছাত্রের মরদেহ …