22 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / সিরাজগঞ্জের এনায়েতপুরে সম্পন্ন হলো দরীদ্র প্রতিবন্ধী অনিমা দাস ধলাবুড়ির আলোচিত বিয়ে

সিরাজগঞ্জের এনায়েতপুরে সম্পন্ন হলো দরীদ্র প্রতিবন্ধী অনিমা দাস ধলাবুড়ির আলোচিত বিয়ে

সিরাজগঞ্জ প্রতিনিধি : বর্নাঢ্য আয়োজন আর ধুম-ধামের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হলো সিরাজগঞ্জের এনায়েতপুর থানার গোপিনাথপুর গ্রামের জন্মান্ধ অনিমা দাস ধলাবুড়ির বিয়ে। দৃষ্টিহীন দরীদ্র এই তর্বনীর বিয়ে সম্পদানে পাশে এসে দাঁড়িয়েছিল এলাকার কিছু উদ্যোমী মানুষ। যাদের আর্থিক সহায়তায় ধর্মীয় আচার মেনে নানা আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে সম্পর্ন হয় এ বিয়ে। এই বিয়ে অনুষ্ঠানে যোগ দিয়ে ছিলেন মৎস্য ও প্রানি সম্পদ মন্ত্রীর সহধর্মিনী, জেলা-উপজেলা, র‌্যাব ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাগন। বাদ যায়নি জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবিন্দের। ভুরি ভোজে আপ্পায়ন করা হয়েছিল অন্তত ৪ শতাধিক আমন্ত্রিত অতিথিকে। ভুমিহীন নিঃস্ব এই প্রতিবন্ধী তর্বনীর জাঁক-জমকপুর্ন বিয়ে অনুষ্ঠান জেলা বাসীর মাঝে আলোঢ়ন সৃষ্টি করেছে। সিরাজগঞ্জের এনায়েতপুর থানার গোপিনাথপুর গ্রামের দরীদ্র ভুমিহীন তাঁত শ্রমিক নিতাই দাসের মেয়ে অনিমা দাসকে এলাকাবাসী ধলাবুড়ি নামেই চেনে। ১৯ বছরের জন্মান্ধ ধলাবুড়ি কনে সেজে যে বিয়ের পিড়িতে বসবে তা সে কখনো কল্পনাই করতে পারিনি। বরং বাবা মায়ের অনুপসি’তিতে তার কি হবে তা ভেবে সে থাকতো উৎকন্ঠিত। আর সেই মেয়েটি গত সোমবার আরেক টাঙ্গাইলের ভুয়াপুরের পিতা মাতাহীন ভ্যান শ্রমিক শুকুমার দাসের সাথে বসেছিল বিয়ের পিড়িতে। এনায়েতপুর থানাবাসীর উদ্যোগে মোরে-মোরে তোরন স’াপন সহ বর্নাঢ্য ভাবেই আয়োজন করা হয়েছিল এই বিয়ের অনুষ্ঠান। আর দাওয়াত অংশগ্রহন করেছেল মন্ত্রী-এমপির প্রতিনিধি, জেলা ও উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ সহ জেলার বিভিন্ন শ্রেনী পেশার সাড়ে তিন শ মানুষ। এর মধ্যে মৎস্য ও প্রানি সম্পদমন্ত্রী আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাসের স্ত্রী ইউপি চেয়ারম্যান আশানুর বিশ্বাস, সিরাজগঞ্জের শাহাজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল সাবরিন, বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আনন্দ কুমার বিশ্বাস, র‌্যাব-১২ এর কমান্ডার এএসপি রবিউল ইসলাম, সহকারী পুলিশ সুপার কানাই লাল দাস, বেলকুচি প্রেসক্লাব সভাপতি প্রবীন সাংবাদিক স্বপন চৌধুরী, বেলকুচি থানা আওয়ামীলীগের সাবেক সভাপতি আলহাজ্ব গাজী সাইদুর রহমান, এনায়েতপুর থানা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. আব্দুল খালেক, সাধারন সম্পাদক রাসেদুল ইসলাম সিরাজ, বিএনপি নেতা সাইদুর রহমান, রওশন আলী মন্টু সরকার, এনায়েতপুর হাট বনিক সমিতির সভাপতি মির্জা ছানোয়ার হোসেন বাচ্চু, মুক্তিযোদ্ধা কমান্ডার আমজাদ মাষ্টার, নব দম্পতিকে আশির্বাদ করে জানান, সমাজের অসহায় মানুষদের পাশে এভাবে এগিয়ে আসলে দেশ থেকে ধনি গরীবের বৈষম্য ও সাম্প্রদায়িক ভেদাভেদ দুর হবে। পাশাপাশি সমাজে ঠাঁই করে নেবে অবহেলিত প্রতিবন্ধীরা। প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, এজন্য দরকার সকলের উদ্যোগ। তারা সরকারী ভাবে ধলাবুড়ির থাকার জায়গা বরাদ্ধ ও স্বামী শুকুমার সরকারের জন্য কর্মস্থানের ব্যবস্থা করে দেবার কথা জানান। গোপিনাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই বিয়ে অনুষ্ঠানের উদ্যোক্তা ছিল স্থানীয় ৩০জন উদ্যোমী যুবক। যাদের আর্থিক সহায়তায় সম্পর্ন হয়েছে এই বিয়ে। সহায়তাকারী এই যুবকদের মধ্যে চিত্র শিল্পী মোশারফ হোসেন খান, শিৰক শহিদুলৱাহ লিটন, মোরসেদুর রহমান মাসুদ, শাহিদুল ইসলাম, ব্যবসায়ী রেজাউল ব্যাপারী, জহুর্বল ইসলাম, মাসুদ খান, রুহুল খান, বাবু মির্জা, সাব্বির আহমেদ, আলমগীর হোসেন, কামাল আহমেদ, মিজানুর রহমান, আবু তালহা, আব্দুল আলিম, মার্বফা মির্জা, সহ কজন সাংবাদিক ও তর্বন ব্যবাসায়ীরা।  তারা জানালেন সামাজিক দ্বায় বদ্ধতা থেকেই এই আয়োজন। যা আগামীতেও অব্যাহত থাকবে। পরে বিয়েতে উপহার হিসাবে পাওয়া নগদ অর্থ ও জিনিস পত্র ধলাবুড়ি এবং তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। বর্নাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বিয়ে সম্পাদনের পর কৃতজ্ঞতা জানিয়েছেন, ধলাবুড়ি ও তার পরিবার এবং এলাকাবাসী।

আরও পড়ুন...

বিএনপি জনগণের দল, জনগণই বিএনপির শক্তি

নওগাঁ প্রতিনিধি: আব্দুস সালাম বলেন, ‘বিএনপি জনগণের দল। জনগণই বিএনপির শক্তি। আওয়ামী লীগও অনেক বড় …