পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়ায় আলোচিত নিলুফা আক্তার পাখি (২২) হত্যা মামলার আসামী গ্রফতার করতে সক্ষম হয়েছে মঠবাড়িয়া থানা পুলিশ। এস আই ফারুক হোসেন জানান, উপজেলার ফুলঝুড়ি গ্রামের স্বামী পরিত্যাক্তা মৃতঃ ইউসুফ মিয়ার মেয়ে পাখি গত ১৪ আগষ্ট বাড়ী থেকে নিখোজ হয়। ১৫ আগষ্ট স’ানীয় করিম আকন মাধ্যমিক বিদ্যালয়ের পাশের একটি ঝোপের ভিতর থেকে পুলিশ পাখির মৃত দেহ উদ্ধার করে। ওই দিনই পাখি বোন লাভলী আক্তার বাদী হয়ে অজ্ঞত ৫/৭ জনকে আসামী করে মঠবাড়িয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করে। পুলিশ ওই সময় থেকেই সন্দেহ’র তালিকায় ২/৩ জনকে গ্রেফতার করলেও তাদের হত্যার সাথে সম্পৃক্ত না থাকার প্রমান পাওয়া তাদেরকে ছেড়ে দেওয়া হয়। গত ৪ ডিসেম্বর সন্দেহের তালিকায় উত্তর মিঠাখালী গ্রামের আবু হানিফ মিয়ার ছেলে জাকির (২২)কে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদে বেড়িয়ে আসে নিলুফা আক্তার পাখি হত্যার মূল রহস্য। তিনি আরো জানান, ৫ ডিসেম্বর আসামী জাকিরকে আদালতে হাজির করলে জাকির বিজ্ঞ আদালতে ১৬৪ ধারার স্বীকারোক্তি জবানবন্ধি দেয়। আদালত জাকিরকে জেলে পাঠানোর নিদের্শ দেয়। পুলিশের কাছে আসামী জাকিরের জিজ্ঞাসাবাদে ‘ক’ জনের বা কার নাম বলেছে জানাতে চাইলে এস আই ফারুক হোসেন জানান, তদনে-র স্বার্থে এবং অন্য আসামীদের গ্রেফতার করতে এই মুহুর্তে তাদের নাম বলা সম্ভব নয়। তবে আসাকরছি খুব শীঘ্রই বাকী আসামীদের গ্রেফতার করতে পারবো।
আরও পড়ুন...
পিরোজপুরের ভান্ডারিয়ায় অজ্ঞানপার্টির খপ্পরে পরে অসুস’ ২
পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুর থেকে ভাণ্ডারিয়া আসার পথে অজ্ঞান পার্টির সদস্যদের খপ্পরে পরে অসুস’ হয়েছে ২জন। …