21 Agrohayon 1431 বঙ্গাব্দ বৃহস্পতিবার ৫ ডিসেম্বর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / ক্রাইম নিউজ / পিরোজপুরের মঠবাড়িয়ায় মাদ্রাসার ছাত্রীকে ধর্ষনের অশ্লীল চিত্র ইন্টারনেটে ছেড়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার-২॥

পিরোজপুরের মঠবাড়িয়ায় মাদ্রাসার ছাত্রীকে ধর্ষনের অশ্লীল চিত্র ইন্টারনেটে ছেড়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার-২॥

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়া এক মাদ্রাসার ছাত্রীকে ধর্ষনের অশ্লীল চিত্র ইন্টারনেটে ছেড়ে দেয়ার অভিযোগে পুলিশ জহির কে আটক করেছে। মঠবাড়িয়া থানার এস আই ফরুক হোসেন জানান গত ৩ মাস উপজেলার তাফালবাড়ীয়া গ্রামের আফজাল শাহ’র বখাটে ছেলে তুহিন কে দীর্ঘ্য দিন ধরে পার্শ্ববর্তী চড়কগাছিয়া গ্রামের দিন মজুর এমাদুল হকের কন্যা স’ানীয় হাসানিয়া দাখিল মাদ্রাসার ছাত্রীকে উক্তাক্ত করে আসছিল। গত ২৪ আগষ্ট ওই ছাত্রী মাদ্রাসার উদ্দ্যেশে রওনা হলে পথিমধ্যে তুহিন গতি রোধ করে। এ সময় তার সহযোগী জহির , রিয়াদুল , আলামীন  ওই ছাত্রীকে জোর পূর্বক মটরসাইকেলে তুলে অজ্ঞাত স’ানে নিয়ে তুহিন ধর্ষন করে। এ সময় তুহিনের সহযোগীরা মোবাইল ফোনে ধর্ষনের চিত্র ভিডিও করে। পরের দিন ওই ছাত্রীকে সিএন্ডবির বটতলা নামক স্থানে ফেলে রেখে তারা পালিয়ে যায়। এ ঘটনার পর থেকে ওই ছাত্রী বাকরুদ্ধ হয়ে পরে। এ ঘটনার পর সবাই গা ঢাকা দেয়। দীর্ঘ দিন পর আসামীরা এলাকায় ফিরে এলে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে ৪জনকে আসামী করে গত মঙ্গলবার ২৯ নভেম্বর মঠবাড়িয়া থানায় মামলা করেন -৫৭। পুলিশ ওই রাতেই জহিরকে গ্রেফতার করে ৩০ নভেম্বর মঠবাড়িয়া বিজ্ঞ আদালতে আসামী জহিরকে হাজির করে ৫ দিনের রিমান্ডের আবেদন করলে বিজ্ঞ আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডের জিজ্ঞাসাবাদে জহিরের শিকারোক্তি মোতাবেক ভিডিও করা ডিক্স পুলিশ উদ্ধার করে। এস আই ফারুক আরো জানান, ৪ডিসেম্বর জহিরকে পুনরায় আদালতে হাজির করলে ১৬৪ ধারায় শিকারোক্তি জবানবন্দি দেয়। আদালত জহিরকে জেলে পাঠানোর নির্দেশ দেয়। তিনি আরো জানান এ মামলার মূল আসামী তুহিন অন্য একটি মামলায় হাজতে আছে। তাকে এ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এ ছাড়াও বাকী আসামীদের গ্রেফতারের জোর তৎপরতা চলাচ্ছি।

আরও পড়ুন...

নওগাঁয় নিখোঁজের ৭ দির পর মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

এনবিএন ডেক্সঃ নওগাঁর বদলগাছীতে ব্রিজের নিচ থেকে সাকিব হোসেন (১৫) নামে এক মাদ্রাসা ছাত্রের মরদেহ …