এনবিএন ডেক্স: গত মঙ্গলবার সকালে নওগাঁর মান্দা থানা পুলিশ উপজেলার নওগাঁ-রাজশাহী মহাসড়কের মৈনম দুর্গাপুর চেয়ারম্যানের মোড় নামক স্থান থেকে এক ব্যবসায়ীর দড়ি দিয়ে হাত পা বাঁধা লাশ উদ্ধার করেছে। মান্দা থানার ওসি আব্দুল্লাহ হেল বাকী জানান, সন্ত্রাসীরা তাকে অপহরণ করে শ্বাস রোধ করে হত্যা করে পাকা সড়কের উপর ফেলে রেখে গাড়ী চাপা দিয়ে মুখমন্ডল থেতলে দিয়ে তার পরিচয় বিকৃত করার চেষ্টা করে। নিহত ব্যবসায়ী মহাদেবপুর উপজেলার ভীমপুর ইউনিয়নের হাটচকগৌরী গ্রামের যতিশ চন্দ্র মহনে-র ছেলে নিতাই চন্দ্র মহন- (৩৫)। তার ছোট ভাই নিমাই চন্দ্র মহন- জানান, দিনাজপুরের কান-জীর মেলায় সহোদর নিতাই শাঁখা, সিঁদুর সহ পুজা সামগ্রীর দোকান দেন। ২০ দিন পর সোমবার রাতে মেলা থেকে ট্রেনযোগে বাড়ি ফিরছিলেন। রাত ১২টার দিকে সান-াহার রেলষ্টেশনে নেমে মোবাইল ফোনে মা মিনতি রানীর সাথে কথা বলেন। এরপর থেকে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। মঙ্গলবার সকালে চেয়ারম্যানের মোড় নামকস্থানে অজ্ঞাত লাশ উদ্ধারের সংবাদে পরিবারের সদস্যরা ঘটনাস’লে পৌঁছে নিতাইকে সনাক্ত করেন।
নওগাঁর পুলিশ সুপার ওয়াইএম বেলালুর রহমান ও মান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার শরীফ উদ্দিন ঘটনাস’ল পরিদর্শন করেছেন। এব্যাপারে মান্দা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। #
আরও পড়ুন...
নওগাঁয় নিখোঁজের ৭ দির পর মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার
এনবিএন ডেক্সঃ নওগাঁর বদলগাছীতে ব্রিজের নিচ থেকে সাকিব হোসেন (১৫) নামে এক মাদ্রাসা ছাত্রের মরদেহ …