সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশ রোববার রাতে পৃথক দুটি অভিযানে ৯৯৮ বোতল ফেনসিডিল সহ তিনজনকে গ্রেফতার করেছে। এ সময় দুটি প্রাইভেটকারও আটক করা হয়েছে।
বঙ্গবন্ধুসেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, রোববার রাতে সেতুর পশ্চিম গোলচত্বরে অভিযান চালিয়ে ঢাকাগামী (ঢাকা মেট্রো-গ-১২-৭৬৬৭ নম্বরের) প্রাইভেট কার থেকে ৮৭৭ বোতল ফেনসিডিল এবং অপর প্রাইভেটকার (নম্বর ঢাকা মেট্রো-১১-৭২১৫) থেকে ১২১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে যশোর জেলার শ্যামনগর গ্রামের ফিরোজ হোসেন (২৩), পাবনা জেলার আটঘরিয়া উপজেলার সেলিম রেজা (৩০) ও আব্দুল আলিম (৩৫) কে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় বঙ্গবন্ধুসেতু পশ্চিম থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদেরকে সোমবার সকালে জেলহাজতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন...
নওগাঁয় নিখোঁজের ৭ দির পর মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার
এনবিএন ডেক্সঃ নওগাঁর বদলগাছীতে ব্রিজের নিচ থেকে সাকিব হোসেন (১৫) নামে এক মাদ্রাসা ছাত্রের মরদেহ …