স্বামী-শাশুরী, দেবর-ভাসুর-শ্বশুর আর ননদ মিলে এবার যৌতুকের দাবীতে মারপিট করে গৃহবধূর কোমরে শিকল পায়ে তালা দিয়ে পারিবারিক জেল খানায় আটক করে রাখাহয়েছে ৩ দিন। নির্যাতন, অনাহারে গুরতর অসুস’ এ গৃহবধূর এখন ঠাঁই হয়েছে হাসপাতালে।সেখানে সে যন্ত্রনায় কাতরাচ্ছে।অবস’া যাই হোক না কেন খবর পেলেই নাকি নির্যাতনকারীরা দল বেঁধে হাসপাতাল থেকে তুলে নিয়ে যাবে অসুস’ তানিয়া আক্তারকে।এ নির্যাতনের ঘটনা ঘটেছে পিরোজপুরে জেলা শহরতলীর বাদুরায় গত ৩০ নভেম্বর বিকাল ৫ টায় ।মেয়েকে বাঁচাতে এসে হামলার শিকার হয়েছে বাবা ইউসুফ গাজী ,খালা জাহানারা বেগম।হাসপাতাল সূত্রে জানা গেছে, নিজেদের মধ্যে গভীর সম্পর্কের শেষ পরিনতিতে উপজেলার বাদুরা বাসিন্দা ইউসুফ গাজীর স্কুল পড়-য়া কন্যা তানিয়া আক্তারের সাথে একই গ্রামের মালেক মৃধার পুত্র মনির মৃধার সাথে চলতি বছরের ৩ মার্চ লক্ষ টাকা কাবিন মূলে বিয়ে হয়।কিন’ এর পর-পরই শ্বশুর পক্ষের লোকজন যৌতুকের দাবীতে বেপরওয়া হয়ে ওঠে ।স্বামী মনির ৫০ হাজার টাকা যৌতুকের জন্য তানিয়াকে প্রায়ই গালাগাল -মারপিটও নির্যাতন চালাতে থাকে। এ দিকে ঐ বাড়িতে তানিয়ার বিবাহিত ননদ কহিনুর বেগম ভষ্মে ঘী ঢালতে থাকে ।অভিযোগ আছে দেবর মিরাজ মৃধার না বলা কথায় রাজি না হওয়ায় নির্যাতনকারীদের সাথে হাত মিলিয়ে ভাবীর উপর অত্যাচারের মাত্রা দিন দিন বাড়িয়ে তোলে।সর্বশেষ ঘটনার দিন নির্যাতনের হাত থেকে বাঁচাতে মেয়ের বাড়িতে এসে বাবা ইউসুফ গাজী ,খালা জাহানারা বেগম গৃহবধূ তানিয়াকে চিকিৎসা ও শীত কাপড় কিনে দেবার জন্য পাড়েরহাটের উদ্দেশ্যে রওনা দিয়ে বাড়ির সামনে রাস-ার উপরে পৌছলে স্বামী-শাশুরী, দেবর-ভাসুর-শ্বশুর আর ননদ মিলে তাদের উপর হামলা চালায়।
Home / সারাদেশ / বরিশাল / যৌতুকের দাবীতে কোমরে শিকল পায়ে তালা দিয়ে পারিবারিক জেল খানায় আটক শহরতলীর বাদুরায় শ্বশুর পক্ষের হামলায় গৃহবধূ সহ আহত-৩
আরও পড়ুন...
পিরোজপুরের ভান্ডারিয়ায় অজ্ঞানপার্টির খপ্পরে পরে অসুস’ ২
পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুর থেকে ভাণ্ডারিয়া আসার পথে অজ্ঞান পার্টির সদস্যদের খপ্পরে পরে অসুস’ হয়েছে ২জন। …