21 Agrohayon 1431 বঙ্গাব্দ বৃহস্পতিবার ৫ ডিসেম্বর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / বরিশাল / পিরোজপুর জেলার বিভিন্ন স্থানে ইট ভাটা ও স-মিলে ভ্রামান আদালত পরিচালিত: ২ লক্ষাধিক টাকা জরিমানা আদায়

পিরোজপুর জেলার বিভিন্ন স্থানে ইট ভাটা ও স-মিলে ভ্রামান আদালত পরিচালিত: ২ লক্ষাধিক টাকা জরিমানা আদায়

পিরোজপুর জেলার নাজিরপুর,ভান্ডারিয়া ,কাউখালী এবং নেছারাবাদ উপজেলার বিভিন্ন স’ানে ইট ভাটা ও স-মিলে জেলা প্রশাসনের  নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আশাফুর রহমানের নেতৃতে ভ্রামান আদালত পরিচলনা হয়েছে ।  আদালত ৩০নভেম্বর নাজিরপুর উপজেলা সদর , মাটিভাংঙ্গা,শ্রীরামকাঠী, এবং সদর উপজেলার শিকদার মল্লিকে মোট ৭ টি ইট ভাটার/ ইট পাজার (রাজশাহী ক্লিন) ও স-মিলের মোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়। লাইসেন্স বিহীন ব্যবসা, জালানী কাঠ পোড়ানো এবং কৃষি জমিতে বেআইনী ভাবে ইট তৈরির অপরাধে এ সব জরিমানা করা হয়।একই আদালত ১ ডিসেম্বর ভান্ডারিয়া ও কাউখালীতে বেশ কয়েকটি ইট ভাটায় ৫২ হাজার টাকা আদায় করেন।আদালত ৩ ডিসেম্বর কাউখালী ২ টি ইট বাটা এবং নেছারাবাদে ৪ টি ইট ভাটায় ৫২ হাজার টাকা জরিমানা আদায় করেন।জেলা প্রশাসন সূত্রে জানাগেছে, পিরোজপুর সদর,জিয়ানগর , ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় বিভিন্ন স্থানে শিঘ্রই আরো অভিযান পরিচালিত হবে ।

আরও পড়ুন...

পিরোজপুরের ভান্ডারিয়ায় অজ্ঞানপার্টির খপ্পরে পরে অসুস’ ২

পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুর থেকে ভাণ্ডারিয়া আসার পথে অজ্ঞান পার্টির সদস্যদের খপ্পরে পরে অসুস’ হয়েছে ২জন। …