সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের রায়গঞ্জের বেংনাই গ্রামে পূর্ব শক্রতার জের ধরে এক কৃষককে পিটিয়ে হত্যা করার ঘটনা ঘটেছে। পুলিশ জানায়, উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের বেংনাই গ্রামের রেজাউল, আজিবর ও আলাউদ্দীনের সাথে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলে আসছিল। এরই এক পর্যায়ে রবিবার সকাল ১২টায় পূর্বশক্রতার জের ধরে চাচা রেজাউল, আজিবর ও তার সহযোগীরা বৃদ্ধা আলাউদ্দীন (৫০) বেংনাই, দরগাতলা নামক স’ানে অতর্কিত হামলা চালিয়ে বেধরক মারপিট করে। এঘটনায় কৃষক গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যায়। পরে প্রতিবেশীরা তাকে ঘটনাস’ল থেকে উদ্ধার করে রায়গঞ্জ সদর হাসপাতালে ভর্তির জন্য নিয়ে আসলে ডাক্তার তাকে মৃত-ঘোষণা করে। এব্যাপারে রায়গঞ্জ থানার অফিসার্স ইনচার্জ আনিছুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন ঘটনা শোনার পর থানার পুলিশ রায়গঞ্জ সদর হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করেছে। এরিপোর্ট লেখা পর্যন- রায়গঞ্জ থানায় একটি হত্যা মামলার প্রস’তি চলছে।
আরও পড়ুন...
মামলা তুলে নেয়ার জন্য আসামীদের হুমকি নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা মৃত্যুর প্রহর গুনছে
এনবিএন ডেক্সঃ গত ১২ মে নওগাঁ সদও উপজেলার চন্ডীপুর গ্রামে স্বামীর দাবিকৃত যৌতুকের টাকা দিতে …