9 Srabon 1432 বঙ্গাব্দ বৃহস্পতিবার ২৪ জুলাই ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / নওগাঁয় যুদ্ধাপরীদের বিচার দাবীতে মানব বন্ধন

নওগাঁয় যুদ্ধাপরীদের বিচার দাবীতে মানব বন্ধন

এনবিএন ডেক্স: নওগাঁয় যুদ্ধাপরধীদের বিচার নিশ্চিত করার দাবীতে জেলা মুক্তিযোদ্ধারা মানব বন্ধন করেছে । দুপুরে স্থানীয় ব্রীজ মোড় শহীদ ভাস্কর্য নিচে এ মানব বন্ধনে জেলা মুক্তিযোদ্ধা সংসদের ৫ শতাধিক মুক্তি যোদ্ধা অংশ নেয় । জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার হারুনুর রশীদ উপজেলা চেয়ারম্যান আ: মালেক সহ বিভিন্ন মুক্তিযোদ্ধারা বক্তব্য রাখেন । অপরদিকে জেলার  মহাদেবপুরে শনিবার সকালে মাছের মোড়ে যুদ্ধাপরধীদের বিচার নিশ্চিত করার দাবীতে উপজেলা মুক্তিযোদ্ধারা মানব বন্ধন শেষে  একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেন। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ড বদ্দিউজ্জামান এর নেত্রত্বে অন্যান্যের মধ্যে উপসি’ত ছিলেন পরিষদের ডেপুটি কমান্ড আঃ রউফ সাদামনের মানুষ বীর মুক্তিযোদ্ধা গাছো মামা সামসুদ্দীন মন্ডলসহ উপজেলার মুক্তিযোদ্ধারা।

আরও পড়ুন...

নওগাঁয় মাইটিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের ১৮তম মৃত্যুবার্ষিকী পালিত

নওগাঁ প্রতিনিধিঃ মাইটিভির ব্যবস্থপনা পরিচালক ও চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর মাতা ও মাইটিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান …