এনবিএন ডেক্স: নওগাঁয় যুদ্ধাপরধীদের বিচার নিশ্চিত করার দাবীতে জেলা মুক্তিযোদ্ধারা মানব বন্ধন করেছে । দুপুরে স্থানীয় ব্রীজ মোড় শহীদ ভাস্কর্য নিচে এ মানব বন্ধনে জেলা মুক্তিযোদ্ধা সংসদের ৫ শতাধিক মুক্তি যোদ্ধা অংশ নেয় । জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার হারুনুর রশীদ উপজেলা চেয়ারম্যান আ: মালেক সহ বিভিন্ন মুক্তিযোদ্ধারা বক্তব্য রাখেন । অপরদিকে জেলার মহাদেবপুরে শনিবার সকালে মাছের মোড়ে যুদ্ধাপরধীদের বিচার নিশ্চিত করার দাবীতে উপজেলা মুক্তিযোদ্ধারা মানব বন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেন। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ড বদ্দিউজ্জামান এর নেত্রত্বে অন্যান্যের মধ্যে উপসি’ত ছিলেন পরিষদের ডেপুটি কমান্ড আঃ রউফ সাদামনের মানুষ বীর মুক্তিযোদ্ধা গাছো মামা সামসুদ্দীন মন্ডলসহ উপজেলার মুক্তিযোদ্ধারা।
আরও পড়ুন...
নওগাঁয় বিএনপির ফ্রি মেডিকেল ক্যাম্প
নওগাঁ প্রতিনিধি: বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নওগাঁয় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ৩সেপ্টেম্বর …
nbn24.net সত্যের সন্ধানে আমরাই শির্ষে