পিরোজপুর প্রতিনিধি: মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধে আটক জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষের আইনজীবীরা আজ শুক্রবার পিরোজপুরে গেছেন। তাঁর বিরুদ্ধে যুদ্ধাপরাধ মামলা হওয়ার পর এই প্রথম তাঁর আইনজীবীরা পিরোজপুরে গেলেন।এ দলে রয়েছেন আইনজীবী তাজুল ইসলামের নেতৃত্বে ১৩ জন আইনজীবী। সাঈদীর ছেলে মাসুদ সাঈদীও তাঁদের সঙ্গে রয়েছেন। তাজুল ইসলাম বলেন, ‘মামলা হওয়ার পর এই প্রথম আমরা পিরোজপুরে এসেছি। ওই মামলায় যেসব ঘটনাস’ল উল্লেখ করা হয়েছে, আমরা সে ঘটনাস’লগুলো পরিদর্শন ও ভিডিওচিত্র ধারণ করব। পিরোজপুরে আসার বিষয়ে আমরা ২৪ নভেম্বর জেলা প্রশাসককে চিঠি দিয়েছিলাম।’১৯৭১ সালে হত্যা ও লুটপাটের অভিযোগ এনে সাঈদীর বিরুদ্ধে পিরোজপুর সদর উপজেলার বাদুরা গ্রামের মানিক পশারী ও জিয়ানগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মাহাবুবুর রহমান বাদী হয়ে ২০০৯ সালে দুটি মামলা করেন। পরে জেলার জ্যেষ্ঠ বিচারিক আদালত মামলা দুটি যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে স’ানান-র করেন।
আরও পড়ুন...
পিরোজপুরের ভান্ডারিয়ায় অজ্ঞানপার্টির খপ্পরে পরে অসুস’ ২
পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুর থেকে ভাণ্ডারিয়া আসার পথে অজ্ঞান পার্টির সদস্যদের খপ্পরে পরে অসুস’ হয়েছে ২জন। …