এনবিএন ডেক্সঃ গত শুক্রবার সকালে নওগাঁর ধামইরহাটে ধান বোঝাই ট্রলি উল্টে ট্রলির চালক নিহত হয়েছে। ধামইরহাট থানার ওসি জিয়া লতিফুল ইসলাম জানান, উপজেলার চকহারা গ্রামের হবিবর রহমানের ছেলে মাসুদ রানা (২৮) একটি ট্রলি বোঝাই করে ধান নিয়ে বাড়ী থেকে মধইল হাটে যাচ্ছিলেন। চকহাড়া- মধইল সড়কের বড় ব্রীজের কাছে পৌঁছলে সেতুতে উঠতে গিয়ে ট্রলিটি উল্টে উল্টে গিয়ে মাসুদ ট্রলির ধানের বস-ার নীচে চাপা পড়ে ঘটনাস’লেই নিহত হয়। খবর পেয়ে তার বাড়ীর লোকজন লাশ উদ্ধার করে। এব্যপারে থানায় একটি ইউডি’ মামলা হয়েছে।
আরও পড়ুন...
নওগাঁয় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ শিক্ষকসহ নিহত ০৫ আহত-০১
নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় সদর উপজেলার বাবলাতলী মোড় নামক স্থানে ট্রাক ও সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি …