এনবিএন ডেক্স: নওগাঁর সানরাইজ ক্লাব ও অন্বেষা নিশান ক্লাবের মধ্যেকার খেলার ফলাফল নিয়ে দুই ক্লাব কর্তৃপক্ষের মধ্যে সমঝোতা না হওয়া এবং উত্তেজিত ক্লাব সমর্থকদের দ্বারা আইনশৃংখলা পরিসি’তি অবনতির আশংকায় নওগাঁ ষ্টেডিয়ামে অনুষ্ঠিতব্য রবি ১ম বিভাগ ফুটবল লীগের ফাইনাল খেলা স’গিত করেছে জেলা প্রশাসন। গতকাল শুক্রবার সকালে সানরাইজ ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম সাবুর আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল দুপুরে জেলা প্রশাসক ড. মোছাম্মৎ নাজমানারা খানুম স্বাক্ষরিত এক পত্রে জেলা ক্রীড়া সংস’ার সাধারণ সম্পাদককে পরবর্তি নির্দেশ না দেয়া পর্যন- খেলা স’গিত রাখার অনুরোধ করা হয়েছে। একই সাথে বিষয়টি পত্রের মাধ্যমে নওগাঁর পুলিশ সুপার ও নওগাঁ সদর মডেল থানা পুলিশ ও সানরাই ক্লাবের সাধারণ সম্পাদককে অবগত করানো হয়েছে। একই সাথে জেলা প্রশাসন কর্তৃক ফাইনাল খেলা স’গিত করার পত্র জারি করার পর পরই অপ্রীতিকর ঘটনা এড়াতে নওগাঁ ষ্টেডিয়াম মাঠ ও আশে পাশের এলাকায় অতিরিক্ত পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছে।
জানা গেছে, নওগাঁ ষ্টেডিয়ামে রবি ১ম বিভাগ ফুটবল লীগের প্রথম সেমিফাইনাল খেলা গত মঙ্গলবার বিকেলে শহরের সানরাইজ ক্লাব ও অন্বেষা নিশান ক্লাবের মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় ২-২ গোলে ড্র হয়। ওই দিন আলো স্বল্পতার কারণে অরিরিক্ত সময় খেলা এবং ট্রাইব্রেকার না করে খেলাটি বৃহস্পতিবার পুনরায় অনুষ্ঠিত করার সিদ্ধান- নেয় জেলা ক্রীড়া সংস’া। বুধবার অনুষ্ঠিত ২য় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয় প্রবাহ সংসদ ও নবারুন সংঘের মধ্যে। খেলায় প্রবাহ সংসদ ২-১ গোলে বিজয়ী হয়ে প্রথম দল হিসেবে ফাইনালে উঠে। এদিকে, বৃহস্পতিবার পুনরায় সানরাইজ ক্লাব ও অন্বেষা নিশান ক্লাবের মধ্যেকার খেলা শুরু হয়। খেলায় শেষ পর্যায়ে ২-১ গোলে এগিয়ে ছিলো অন্বেষা নিশান ক্লাব। খেলার শেষের দিকে ডি বক্সের মধ্যে অন্বেষা নিশান ক্লাবের খেলোয়ার ফাউল করলে রেফারি পানাল্টি শর্ট দেন। এসময় অন্বেষা নিশান ক্লাব না খেলার সিদ্ধান- নিলে ২০ মিনিট পর আবার তারা মাঠে নামে। অনুষ্ঠিত হয় পানাল্টি শর্ট। এসময় গোল হলে খেলা ২-২ গোলে সমতা হয় এবং খেলার নিধারিত সময় শেষ হয়। খেলা শেষের সাথে সাথে উত্তেজিত কিছু সমর্থক রেফারির উপর হামলা করলে পরিসি’তি নিয়ন্ত্রনে আনতে সমল লাগায় বৃহস্পতিবারও সিদ্ধান- ছাড়াই শেষ হয় খেলা।
পরে বৃহস্পতিবার রাতে জেলা ক্রীড়া সংস’া এক জরুরী সভা করে টস করে ফলাফল নির্ধারণ করার সিদ্ধান- নিলে সানরাইজ ক্লাব টস করতে রাজী না হওয়ায় জেলা ক্রীড়া সংস’া অন্বেষা নিশান ক্লাবকে বিজয়ী ঘোষনা করে শুক্রবার প্রবাহ সংসদ বনাম অন্বেষা নিশান ক্লাবের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হওয়ার ঘোষনা দেন। এতে ক্ষুব্ধ হয়ে উঠে সানরাইজ ক্লাবের কর্মী-সমর্থকরা। বৃহস্পতিবার মধ্যরাত পর্যন- সানরাইজ ক্লাবের উত্তেজিত সমর্থকরা সড়কের বিভিন্ন স’ানে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ এবং শুক্রবার সকালে জেলা ক্রীড়া সংস’ার সামনের তোরণ ভেঙ্গে ফেলে।
এদিকে, গতকাল শুক্রবার সকালে সানরাইজ ক্লাবের পক্ষ থেখে জেলা প্রশাসক বরাবর একটি আবেদন করে শুক্রবারের ফাইনাল খেলা বন্ধ করার আহবান জানানো হয়। সানরাইজ ক্লাবের আবেদনের পরিপ্রেক্ষিতে সার্বিক দিক বিবেচনা করে আইনশৃংখলা পরিসি’তি নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসন পরবর্তি নির্দেশ না দেয়া পর্যন-া রবি ১ম বিভাগ ফুটবল লীগের ফাইনাল খেলা স’গিত রাখার নির্দেশ দেন। এতে সানরাইজ ক্লাবের সমর্থকরা উল্লাশ করলেও অন্বেষা নিশান ও প্রবাহ সংসদ কর্তপক্ষ সাংবাদিকদের জানান, আকস্কি ভাবে খেলা স’গিত হওয়ায় তাদের আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে। কারণ এ খেলা উপলক্ষে উভয় দলই ঢাকা থেকে খেলোয়ার হায়ার করে নিয়ে এসেছে। #
Home / খেলাধূলা / আইন শৃংখলা পরিসি’তি অবনতির আশংকায় নওগাঁয় রবি ১ম বিভাগ ফুটবল লীগের ফাইনাল খেলা স’গিত করেছে জেলা প্রশাসন
আরও পড়ুন...
খেলাধুলার চর্চা বাড়ানোর আহবান খাদ্যমন্ত্রীর
এনবিএন ডেক্সঃ মাদকমুক্ত যুবসমাজ গঠনে খেলাধুলার চর্চা বাড়ানোর আহবান জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। শুক্রবার বিকালে …