এনবিএন ডেক্স: নওগাঁর সাপাহার থানা পুলিশ উপজেলা সদরের মাদক পল্লি তুড়িপাড়ার পূর্ব পার্শ্বের আম বাগানে গত বুধবার সন্ধায় এক বিশেষ অভিযান চালিয়ে চোলায় মদ সেবনরত অবস’ায় ৪ জন মাদক সেবীকে আটক করতে সক্ষম হয়েছে। আটককৃতরা হলো ,উপজেলার আলিনগর গ্রামের মৃতঃ হানিফ উদ্দীনের ছেলে মোঃ সিরাজ উদ্দীন (৫০), নুর উদ্দীনের ছেলে মোঃ নুরুজ্জামান (পারুল) (৪০), ফুটকইলের মৃতঃ জমির উদ্দীন মন্ডলের ছেলে মোঃ রেজাউল হক (৩৫) , মালিপুরের সাজেমান আলীর ছেলে মোঃ কমির উদ্দীন (২৫)এর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে পরদিন সকালে নওগাঁ জেল হাজতে প্রেরন করেন।#
আরও পড়ুন...
নওগাঁয় তরুণকে অপহরণ চেষ্টা, আটক ২
নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় এক তরুণকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন দুই …