পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্রলীগের সহ-সাধারণ সম্পাদক ও কলেজ ছাত্র সংসদের সাবেক সহ ক্রিড়া সম্পাদক শাহ নেওয়াজ প্রিন্স মঙ্গলবার দুপুরে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। হামলাকারীরা প্রিন্সের বাম পা ও হাটুতে কুপিয়েছে এবং তার বাম হাতের ৩টি আঙ্গুলও কুপিয়ে বিচ্ছিন্ন করে ফেলেছে। চিকিৎসকরা জানিয়েছেন শাহ নেওয়াজ প্রিন্সের একই হাতের আরও একটি আঙ্গুল কেটে ফেলতে হতে পারে। পিরোজপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন শাহ নেওয়াজ প্রিন্সের সাথে দুপুর ১টায় কথা হলে তিনি জানান, তিনি ব্যাক্তিগত কাজে গতকাল মঙ্গলবার কলেজে যান। কাজ শেষে মটর সাইকেলে ফেরার পথে সরকারি সোহরাওয়ার্দী কলেজ সংলগ্ন রামকৃষ্ণ আশ্রমের কাজে পৌছালে রসুল ও ফাইজুল নামে দু’যুবক তাকে কোপাতে থাকে। প্রিন্সের দাবী হামলাকারী দু’যুবক মাদকসেবী ও বিক্রেতা। বিভিন্ন সময় তাদের এ বিষয়ে নিষেধ করায় তারা (রসুল ও ফাইজুল) ক্ষুব্দ ছিল। এরপর তিনি বলেন, সরকারি সোহরাওয়ার্দী কলেজ থেকে সমপ্রতি বাধ্যতামূলক ছাড়পত্র পাওয়া, সদ্য ভেঙে দেওয়া কলেজ ছাত্র সংসদের ভিপি ও জেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মাহাবুব শুভ সহ ৬ছাত্রের পক্ষে আমরা ( শাহ নেওয়াজ প্রিন্স সহ অন্যরা) আন্দোলন করে আসছিলাম। ফয়সাল মাহাবুব শুভ’র প্রতিপক্ষরা (ছাত্রলীগের একটি অংশ) রসুল ও ফাইজুলকে ভাড়া করে আমার উপরে হামলা চালাতে পারে।হামলা কালে শাহ নেওয়াজ প্রিন্সের সাথে থাকা তার বন্ধু মুন্না জানায়, সন্ত্রাসীরা চলে যাওয়ার পরে আমরা রাস-া থেকে প্রিন্সের কাটা ৩টি আঙ্গুল উদ্ধার করে এনেছি।পিরোজপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক এস.দাস বলেন, শাহ নেওয়াজ প্রিন্সের আরও একটি আঙ্গুল কেটে ফেলা লাগতে পারে। তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়েছে।সদর হাসপাতালে বসে পিরোজপুর সদর থানা পুলিশের উপ পরিদর্শক কামরুল জানান, ঘটনা তদনে-র আগে কিছু বলা যাচ্ছে না। শাহ নেওয়াজ প্রিন্সের বাবা পিরোজপুর কৃষি ব্যাংকের কর্মকর্তা এস.এম আসাদুজ্জামান জানান, তার ছেলে স্বচ্ছ রাজনীতির সাথে জড়িত। মাদক সেবীদের বিরুদ্ধে ও সদ্য বাধ্যতামূল ছাড়পত্র পাওয়া ৬ ছাত্রের পক্ষে কথা বলায় আমার ছেলের উপর এ হামলা। এ রিপোর্ট লেখা কালীন সময় থানায় কোন মামলা হয়নি।
Home / সারাদেশ / বরিশাল / রাস্তায় পাওয়া কাটা ৩টি আঙ্গুল পিরোজপুরে ছাত্রলীগ নেতার উপর সন্ত্রাসী হামলা: ৩টি আঙ্গুল বিচ্ছিন্ন
আরও পড়ুন...
পিরোজপুরের ভান্ডারিয়ায় অজ্ঞানপার্টির খপ্পরে পরে অসুস’ ২
পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুর থেকে ভাণ্ডারিয়া আসার পথে অজ্ঞান পার্টির সদস্যদের খপ্পরে পরে অসুস’ হয়েছে ২জন। …