21 Agrohayon 1431 বঙ্গাব্দ বৃহস্পতিবার ৫ ডিসেম্বর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / ক্রাইম নিউজ / প্রেমের কারনে নওগাঁ প্রেমিকার পিতা কর্তৃক প্রেমিকে হত্যা

প্রেমের কারনে নওগাঁ প্রেমিকার পিতা কর্তৃক প্রেমিকে হত্যা

এনবিএন ডেক্স: নওগাঁ সদর উপজেলার নারায়নপুর গ্রামে গত মঙ্গলবার রাতে এক যুবককে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। প্রতক্ষ্যদর্শী ও ভিকটিমের সদস্যরা এ প্রতিবেদককে জানায়, নওগাঁ সদর উপজেলার আদমদূর্গাপুর গ্রামের সিদ্দিকের পুত্র শিমূল ওরফে সাদ্দাম (২২) দীর্ঘ দিন থেকে পাশ্ববর্তী নারায়নপুর গ্রামের দেলোয়ারের স্কুল পড়-য়া মেয়ে দিপা পারভিন (১৫) এর সঙ্গে প্রেম করে আসছিল। বিষয়টি দিপার পিতা জানতে পেরে প্রেমিক শিমূল ও তার মেয়ে দিপাকে শাষাগর্জন করে কিন’ এতে শিমূল ও দিপার সম্পর্ক বিচ্ছেদ না করলে এক পর্যায়ে দিপার পিতা ক্ষিপ্ত হয়ে তার জামায় হাসানের সহযোগীতায় মোবাইল ফোনে সু-কৌশলে শিমূলকে গত মঙ্গলবার রাত্রিতে বাড়ি ডেকে এনে তাকে শ্বাসরোধ করে হত্যা করে মুখে বিষ ঢেলে দিয়ে আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার অপচেষ্টা করে। তারা শিমূলকে হত্যা করে বাড়ীর পার্শ্বে মাঠে তার লাশ ফেলে রাখে। গত বুধবার সকাল ৭টায় গ্রাম বাসী লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে, পুলিশ ঘটনাস’লে এসে শিমুলের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ভিকটিমের সুরতহালের সময় তার শরীরে কোন জখমের চিহ্ন পাওয়া যায় নি। এতে করে পুলিশ ও ভিকটিম পরিবারের সদস্যরা ধারণা করছে শিমূলকে শ্বাসরোধ করে হত্যা করে তার মুখে বিষ ঢেলে দিয়ে হত্যা মামলা থেকে এরিয়ে যাওয়ার জন্য দেলোয়ার অপচেষ্টা চালিয়েছে। নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ এনামুল হক জানান, এ ঘটনার বিষয়ে একটি হত্যা মামলা দায়ের হয়েছে। প্রার্থমিক অবস’ায় প্রেমিকা দিপা পারভিন ও তার মাতা শিউলি বেগমকে আটক করা হয়েছে। বর্তমানে প্রেমিকার পাষন্ড  পিতা দেলোয়ার  পালিয়ে আছে। লাশ ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। লাশ ময়না তদন্তের প্রতিবেদন এলেই এ হত্যার মোটিভ জানা যাবে।

আরও পড়ুন...

নওগাঁয় নিখোঁজের ৭ দির পর মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

এনবিএন ডেক্সঃ নওগাঁর বদলগাছীতে ব্রিজের নিচ থেকে সাকিব হোসেন (১৫) নামে এক মাদ্রাসা ছাত্রের মরদেহ …