এনবিএন ডেক্স: গত বছরের তুলনায় এবার হলুদের দাম অনেক কম থাকায় নওগাঁয় কৃষকরা হলুদ চাষে আগ্রহ হারিয়ে ফেলছে। গত বছর কাঁচা হলুদের মূল্য ছিল মণপ্রতি ২৫০০ থেকে ৩০০০ টাকা। দাম দেখে কৃষকরা দ্বিগুণ জমিতে এ বছর হলুদ চাষ করেছে। কিন’ চলতি বছর কাঁচা হলুদ মণপ্রতি ২৫০ টাকা থেকে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে। সমপ্রতি সদর উপজেলার হাপানিয়া, বর্ষাইল, তেঁতুলিয়া, সোমবাড়ী, কির্ত্তীপুর হাট, বদলগাছী উপজেলার ভা-ারপুর, কোলা, মিঠাপুর, পারসোমবাড়ী হাট ঘুরে দেখা গেছে, এ বছর কাঁচা হলুদ মণপ্রতি ২৫০ টাকা থেকে ৩০০ টাকা বিক্রি হতে দেখা গেছে। জেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আব্বাস আলী জানান, গত বছর হলুদের দাম বেশি দেখে কৃষকরা বেশি বেশি জমিতে হলুদ চাষ করার ফলে উৎপাদন অধিক হওয়ায় এ বছর দাম কমে গেছে। অনেক কৃষক টাকা দাদন ব্যবসায়ীদের কাছ থেকে সংগ্রহ করে জমি বন্ধক নিয়ে হলুদ চাষ করেছে। সেসব কৃষকের এখন মাথায় হাত। তিনি আরো জানান, হলুদের মধ্যে ভালো জাত হলো মহিষ বাটি, হরিণসিংগি, আদাচাপি এই জাতের হলুদ বিঘাপ্রতি ৫০ থেকে ৬০ মণ পর্যন্ত হয়। হাইব্রিড জাতের হলুদ প্রতি বিঘায় ৭০ থেকে ৮০ মণ পর্যন্ত উৎপাদন হলেও দাম কম। জেলা কৃষি অফিসার জানান, হলুদ ছায়াযুক্ত জমিতে চাষ করা যায়। সে জন্য যে কোনো গাছের ছায়ায় কিংবা পতিত জমিতে স্বল্প খরচে চাষ করা যায়। স’ানীয় হলুদ চাষী মাত্তালেব, সুইট, সওকত, তছলিম, খালেক, স্বাধীন, আজিজার, ছফের আলী, জব্বার মাস্টার জানান, হলুদ চাষ করতে যে খরচ হয়েছে তা পোষানো কোনোক্রমেই সম্ভব নয়।
আরও পড়ুন...
নওগাঁর রাণীনগরে অভিযানে কারেন্ট-রিং জাল জব্দ ॥ জরিমানা আদায়
এনবিএন ডেক্সঃ নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে অবৈধ কারেন্ট ও রিং জাল দিয়ে …