24 Chaitro 1431 বঙ্গাব্দ সোমবার ৭ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / বরিশাল / পিরোজপুরে গাঁজাসহ গ্রফতারকৃত যুবককে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যান আদালত

পিরোজপুরে গাঁজাসহ গ্রফতারকৃত যুবককে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যান আদালত

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে একটি ভ্রাম্যান আদালত গাঁজাসহ গ্রফতার কৃত এক যুবককে ১৫ দিনের কারাদন্ড দিয়েছেন।করাদন্ড প্রাপ্ত যুবকের নাম নয়ন মাঝি ।শুক্রবার রাতে জেলা প্রসাশনের নির্বাহী ম্যাজির্ষ্টেট মোঃ রবিউল ইসলাম এ রায় প্রদান করেন। জানাগেছে, শহরের ক্লাব রোডে চলিশা গ্রামের হামজেদ ওরফে আমজেদ মাঝির পুত্র নয়ন মাঝি পাশ্ববর্তী মার্কেটের দো-তলা  গাঁজা সহ নিচে নেমে যাচ্ছিল ।এ সময়ে গোপন সূত্রে খবর পেয়ে ওৎ পেতে থাকা জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন ভারপ্রাপ্ত পরির্দশক আব্দুল মালেক তালুকদারের  নেতৃত্বে সদস্যরা হাতে নাথে ধরে ফেলে। এর আগে ১৭ নভেম্বর  জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন ভারপ্রাপ্ত পরির্দশক আব্দুল মালেক তালুকদারের  নেতৃত্বে সদস্যরা নাজিরপুর সদর রোডস’ মেসার্স আনিস ট্রেডার্স ম্যানেজার শিশিরকে ৬০ লিটার সপ্রীট সহ আটক করলে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাওকাতুল আলম ১০ হাজার টাকা জরিমানা করেন।

আরও পড়ুন...

পিরোজপুরের ভান্ডারিয়ায় অজ্ঞানপার্টির খপ্পরে পরে অসুস’ ২

পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুর থেকে ভাণ্ডারিয়া আসার পথে অজ্ঞান পার্টির সদস্যদের খপ্পরে পরে অসুস’ হয়েছে ২জন। …