এনবিএন ডেক্সঃ নওগাঁর ধামইরহাট পৌর শহরে নেই কোন ট্রাফিক ব্যবস্থা যার কারনে মাঝে মাঝেই সৃষ্টি হচ্ছে যানযট। শহরে বিৰিপ্তভাবে চলাচল করছে বিভিন্ন ধরনের যানবাহন। যাত্রীবাহী বাস-ট্রাক নির্ধারিত স’ান ছেড়ে শহরের প্রদান সড়কে যেখানে সেখানে যাত্রী উঠানামা করতেছে। এলোপাতাড়ি ভাবে ট্রাক থামিয়ে সৃষ্টি করা হচ্ছে যানজোটের। সরকারি অফিস আদালত ব্যাংক বীমাসহ স্কুলের সম্মুখ ভাগে ট্রাক দাঁড়িয়ে লোড আনলোড করার কারনে ছাত্র-ছাত্রীসহ সর্বসাধারণের সীমাহীন দূর্ভোগ সৃষ্টি হচ্ছে। সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের প্রধান সড়কে ট্রাক্টর চলাচলের বিধি নিষেধ থাকলেও সেই নিয়ম মানছে না কেউ, এছাড়া বাস্তবায়ন করার জন্য নেই কোন ট্রফিক ব্যবস্থা। ঝুঁকিপূর্ণভাবে শহরে ভারি যানবাহনের অবৈধ পার্কিং মালামাল লোড আনলোডের বিষয়ে সংশিষ্ট কারো কোন মাথা ব্যাথা নেই। বিশেষ করে আমাইতাড়া-ধামইরহাট সড়কের উপর ট্রাক, বাস, মাইক্রোবাস, ভ্যান, রিকসা, এলোপাতাড়িভাবে দাঁড় করিয়ে রাখায় সড়কে চলাচলকারী অন্যান্য যানবাহন সমস্যায় পড়ছে। ধামইরহাট উপজেলার মুক্তিযোদ্ধা আফজাল হোসেন বলেন, ধামইরহাটে বৃহস্পতিবার হরিতকিডাঙ্গা, শুক্রবারে আমাইতাড়া, বুধবারে ফতেপুরহাটগুলো রাস্তার সাথে হওয়ায় ঐ দিন রাস্তায় চলাচলে অত্যন্ত সমস্যায় পড়তে হয়। পৌর প্যানেল মেয়র রেজুয়ান হোসেন জানান, ধামইরহাটে ট্রাফিক ব্যবস্থা থাকা দরকার। এ ব্যাপারে ধামইরহাট থানার ওসি জিয়া লতিফুল ইসলাম বলেন, ধামইরহাটে রাস্তার উপর যানযট নিরসনে ট্রাফিক ব্যবস্থা থাকা প্রয়োজন।#
আরও পড়ুন...
বিএনপি জনগণের দল, জনগণই বিএনপির শক্তি
নওগাঁ প্রতিনিধি: আব্দুস সালাম বলেন, ‘বিএনপি জনগণের দল। জনগণই বিএনপির শক্তি। আওয়ামী লীগও অনেক বড় …