21 Agrohayon 1431 বঙ্গাব্দ বৃহস্পতিবার ৫ ডিসেম্বর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / ক্রাইম নিউজ / নওগাঁর আত্রাইতে জমি দখলে জামায়াত নেতা

নওগাঁর আত্রাইতে জমি দখলে জামায়াত নেতা

এনবিএন ডেক্স:  নওগাঁর আত্রাইয়ে জামাত নেতার নৈরাজ্য সৃষ্টি করে জমি দখলের চেষ্টা করছে বলে এলাকায় অভিযোগ উঠেছে। এলাকাবাসী সুত্রে জানা যায় গত শনিবার উপজেলার বিপ্রোবোয়ালিয়া গ্রামের এরশাদ আলী ও তার পুত্র আনোর হোসেন উজ্জল তাদের দীর্ঘদিন পূর্বে ক্রয়কৃত জমিতে ভুট্টা চাষের উদ্দেশ্যে জমিতে চাষ করছিলেন। এমতাবস্থায় স্থানীয় জামাত নেতা মোঃ শহিদুল (৪৫) ও তার চাচাইতো ভাই রফিকুল (৩৩), তহিদুল (২২) জমিতে হাল বহনে বাধা প্রদান করিয়া বিভিন্ন ভাবে ভয়ভীত দেখায় যার এক পর্যায়ে এরশাদ আলী জমির কাগজপত্র সম্পর্কে জানতে চাইলে জামাত নেতা শহিদুল বলেন, কোন কাগজ পত্র ছাড়াই জমি আমার বলে দাবী করেন।  একইসূত্রধরে বৈকাল সাড়ে তিন ঘটিকায় বুড়িগঞ্জ হাট শেষে বিপ্রোবোয়ালিয়া গ্রামের মৃত আহম্মদ আলীর পুত্র তোতা (৪৬) বাড়ী ফিরার পথে বিপ্রোবোয়ালিয়া মসজিদের পাশে রাস্তায় তৎকালিন বাংলাভাইয়ের সহযোগি সহিদুলের নেতৃত্বে নেকছার (৪৫), আসাদুল (৪৩), রফিকুল (৩০), নজর্বল (৪৬) তহিদুল (২২)সহ পূর্ব পরিকল্পিতভাবে অনেকে মিলিত হয়ে তোতাকে নির্মমভাবে মারপিট করে রাস্তায় ফেলে পালিয়ে যায়। স’ানীয় লোকজন তোতা মিয়ার নির্যাতন দেখে সঙ্গবদ্ধ হয়ে জামাত নেতাকে ধাওয়া করলে উভয় পক্ষের সংর্ঘষ ঘটে ৭/৮ জন আহত হন। আহতরা হলেন, এরশাদ আলী (৫৫), জিয়া (২২), আবুল কালাম আজাদ (৫৭), মকছেদ আলী (৪৬),  টিপু (৩২) নজর্বল (৪৮). তহিদুল (২২)।  স’ানীয় লোকজন আত্রাই থানায় খবর দিলে আত্রাই থানা পুলিশের এস, আই আবুল কালাম আজাদ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস’লে যান এবং নজর্বল, তহিদুল, ও গুর্বতর আহত আবস্থায় তোতাকে আত্রাই থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন দেন। অপর দিকে এরশাদ আলীর অবস্থা আশংকা জনক হলে তাকে নওগাঁ জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এলাকার সচেতন মহল মনে করে প্রশাসন সক্রিয় ভূমিকা না নিলে যে কোন সময় বড় ধরনের ঘটনা ঘটতে পারে। এ বিষয় আত্রাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুল লতিফ খান জানান, বিষয়টি আমি শুনেছি, থানায় উভয় পক্ষ অভিযোগ দাখিল করেছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস’া গ্রহন করা হবে।#

আরও পড়ুন...

নওগাঁয় নিখোঁজের ৭ দির পর মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

এনবিএন ডেক্সঃ নওগাঁর বদলগাছীতে ব্রিজের নিচ থেকে সাকিব হোসেন (১৫) নামে এক মাদ্রাসা ছাত্রের মরদেহ …