24 Chaitro 1431 বঙ্গাব্দ সোমবার ৭ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / বরিশাল / ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রনে গণ মাধ্যমের ভূমিকা শীর্ষক সভা অনুষ্ঠিত

ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রনে গণ মাধ্যমের ভূমিকা শীর্ষক সভা অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুর সূর্যোদয় গ্রন্থ্যগার ও সমিতির উদ্যেগে পিরোজপুর  প্রেস ক্লাব মিলনায়তনে শনিবার সকালে  ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রন )আইন -২০০৫ বাস-বায়নে গণ মাধ্যমের ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত  হয়।সভায় সভাপতিত্ব করেন দৈনিক খবরের প্রতিনিধি ও সাবেক প্রেস ক্লাব সভাপতি মুক্তিযোদ্ধা এম এ রব্বানী ফিরোজ।  আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপসি’ত ছিলেন দৈনিক পিরোজপুরের কথা’র সম্পাদক ও পিরোজপুর জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃজহিরুল হক টিটু। সভায় পিরোজপুরের প্রিন্টিং মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপসি’ত ছিলেন।সভায় বক্তারা ধূমপান গ্রহনের নানা প্রকার ক্ষতিকার দিক তুলে ধরে তা আইনের মাধ্যমে নিয়ন্ত্রন করার কথা বলেন। তারা আরো বলেন সকল মাদকের বীজ হচ্ছে ধূমপান, তাই একে নির্মূল  করার জন্য সকল প্রশাসনীক কর্মকর্তাদের এগিয়ে আসতে হবে। সভা পরিচালনা করেন পিরোজপুর সূর্যোদয় গ্রন’াগার ও সমিতির নির্বাহী পরিচালক মোঃসিরাজুল ইসলাম মিরাজ।ডাব্লিউবিবি ট্রাস্ট এর সহযোগিতায় আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন...

পিরোজপুরের ভান্ডারিয়ায় অজ্ঞানপার্টির খপ্পরে পরে অসুস’ ২

পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুর থেকে ভাণ্ডারিয়া আসার পথে অজ্ঞান পার্টির সদস্যদের খপ্পরে পরে অসুস’ হয়েছে ২জন। …