22 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / কৃষি সংবাদ / নওগাঁর ধামইরহাটে বাঁশ ও বেত শিল্পীদের দুর্দিন

নওগাঁর ধামইরহাটে বাঁশ ও বেত শিল্পীদের দুর্দিন

এনবিএন ডেক্স: নওগাঁর ধামইরহাট উপজেলার প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ ও পরিচর্যার অভাবে বাঁশ উৎপাদন দিন দিন হ্রাস পাচ্ছে। বাঁশঝাড় উজাড় হয়ে যাচ্ছে। নওগাঁ জেলায় এক সময় বাঁশ সম্পদ খুব সমৃদ্ধ ছিল।  উপজেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে যেখানে সেখানে ছিল অসংখ্য বাঁশঝাড়। বর্তমানে বাঁশঝাড় আগের মতো নেই। যে পরিমাণ বাঁশঝাড় এখনো রয়েছে তাতে উৎপাদন খুবই কম। ফলে দামও বেড়েছে অনেক গুণ বেশি। বাঁশঝাড়ের মালিকরা এর আবাদ সম্পর্কে অজ্ঞ। এদিকে জ্বালানি সঙ্কটের কারনে অপরিপক্ক বাঁশের গোড়া তুলে বাজারে বিক্রি করে দিচ্ছে অনেকেই। ফলে বাঁশের ব্যাপক ৰতি হচ্ছে। ধামইরহাট উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, উপযুক্ত পরিচর্যার মাধ্যমে একটি বাঁশ গাছ থেকে কমপৰে ১০-১৫টি চারা হয়। অথচ অযত্ন আর অবহেলার কারণে একটি বাঁশ থেকে বছরে এখন মাত্র ৭-৮টির বেশি চারা হয় না । বাঁশ ও বেত শিল্পের জন্য এক সময় ধামইরহাট উপজেলা বিখ্যাত থাকলেও পৃষ্ঠপোষকতা না থাকায় এ শিল্প বর্তমানে বিলুপ্তির পথে। শিল্পীর নিপুন হাতের শৈল্পিক ছোঁয়ায় বাঁশ ও বেত দিয়ে তৈরি বিভিন জিনিসপত্র গৃহশোভাবর্ধণে ধামইরহাট অতুলনীয়। বিশেষ করে বেতের তৈরি নজরকাড়া রকমারি জিনিস সত্যিই চমৎকার। ধামইরহাটে এক সময় প্রচুর পরিমাণে বাঁশ পাওয়া গেলেও বর্তমানে বাঁশের উৎপাদন তেমন নেই বললেই চলে। আর্থিক সঙ্কট তথা পুঁজির অভাবে বাঁশ কিংবা বেত কিনতে না পারায় অসংখ্য শ্রমিক বেকার জীবন যাপন করছেন। আবার কেউ কেউ এ পেশা ছেড়ে অন্য পেশায় চলে যাচ্ছেন। ধামইরহাট পৌরসভার হেমরম বলেন, ইতিমধ্যেই অনেকেই এ পেশা ছেড়ে দিয়েছেন আবার  অনেকেই বেকার হচ্ছেন বাঁশ দিয়ে কুলা, ডালা, ঝুড়ি, মাথল, চাটাই, চালন ও নানা রকম খেলনা  প্রস্ততকারক শ্রমিকরা।#

আরও পড়ুন...

নওগাঁর রাণীনগরে অভিযানে কারেন্ট-রিং জাল জব্দ ॥ জরিমানা আদায়

এনবিএন ডেক্সঃ নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে অবৈধ কারেন্ট ও রিং জাল দিয়ে …