এনবিএন ডেক্স: একেই বলে কেঁচো খুড়তে সাপ দেখা পাওয়া। ঘটনাটি ঘটেছে নওগাঁর নামাজগড় মাদ্রাসায় গতকাল বৃহস্পতিবার। ছোট একটি অভিযোগের ভিত্তিতে নওগাঁর অতিরিক্ত জেলা ম্যাজেক্ট্রেট তদন্ত করতে গিয়ে কিছু পাওয়া গেছে বলে জানিয়েছেন। এ ঘটনাটি সারাদিন জেলায় টক অব দ্যা নিউজ হিসাবে প্রচার হয়। নওগাঁ শহরস’ নামাজগড় মাদ্রাসার সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার বেলা ১০টার দিকে নওগাঁর অতিরিক্ত জেলা ম্যাজেস্ট্রেট মোঃ ইব্রাহিম খাঁন গিয়েছিলেন নামাজগড় গাউসুল আজম কামিল বিশ্ববিদ্যালয় মাদ্রাসায়। কিছু নির্যাতিত শিক্ষক ও কর্মচারীদের লিখিত অভিযোগের ভিত্তিতে মাদ্রাসায় গিয়ে মাদ্রাসার একটি রুমে ভোকেশনাল ও বি এম শাখার কিছু শিক্ষকদের সাথে কথা বলতে থাকেন অতিরিক্ত জেলা ম্যাজেষ্ট্রেট। এরই মাঝে এক সময় একজন শিক্ষক প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে টয়লেটে কিছু অবৈধ কাগজপত্র দেখতে পায়। দেখতে পেয়ে এ.ডি.এম কে ঘটনাটি জানালে তিনি টয়লেটে গিয়ে কাগজগুলো পর্যবেক্ষন করেন। কাগজগুলো টয়লেটে কিভাবে এলো এমন প্রশ্নে উত্তর কারো কাছে না পেয়ে তিনি কাগজগুলো জব্দ করেন। কাগজ গুলো একটা বস্তায় তুলে অফিসের একটা রুমে রাখা হয়। রুমটাতে সিলগালা করে চাবি অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট নিয়ে নেন। এ সময় মাদ্রাসার অধ্যক্ষ মাদ্রাসা ছেড়ে অফিসের অন্যান্য ষ্টাফদের নিয়ে পালিয়ে যান। এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক মাদ্রাসার কয়েক জন শিক্ষক বলেন, এই খাতাগুলো মাদ্রাসা শিক্ষাবোর্ডর কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের হতে পারে। এ ব্যাপারে বিকালে ও সন্ধ্যায় বেশ কয়েকবার অধ্যক্ষের মোবাইল ফোনে যোগাযোগ করলে তার ফোন বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ ইব্রাহিম খাঁনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি তদন্ত করতে গিয়েছিলাম। তদন্ত করতে গিয়ে এই রকম পরিসি’তির উদ্ভব হবে আমি চিন্তা করি নাই। মাদ্রাসার টয়লেটে কিছু গোপনীয় ও অন্যন্ত প্রয়োজনীয় কিছু কাগজপত্র পাওয়া গেছে। তবে কি কাগজ তা তদন্ত সাপেক্ষেই প্রমান হবে। তদন্ত চলছে তদন্ত শেষ হলে, আমি সবকিছু খুলে বলব। তবে সেই কাগজগুলো আমি জব্দ করেছি। অফিস রুমে আরও কিছু কাগজপত্র পাওয়া যেতে পারে সন্দেহে ঐ রুমসহ দুটি রুম সিলগালা করা হয়েছে।
আরও পড়ুন...
নওগাঁয় নিখোঁজের ৭ দির পর মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার
এনবিএন ডেক্সঃ নওগাঁর বদলগাছীতে ব্রিজের নিচ থেকে সাকিব হোসেন (১৫) নামে এক মাদ্রাসা ছাত্রের মরদেহ …