23 Chaitro 1431 বঙ্গাব্দ রবিবার ৬ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / বরিশাল / পিরোজপুর সরকারি সোহ্‌রাওয়ার্দী কলেজ ছয় ছাত্রকে ছাড়পত্র প্রদানের ঘটনায় স্বতস্ফুর্ত অংশগ্রহণে মানববন্ধন

পিরোজপুর সরকারি সোহ্‌রাওয়ার্দী কলেজ ছয় ছাত্রকে ছাড়পত্র প্রদানের ঘটনায় স্বতস্ফুর্ত অংশগ্রহণে মানববন্ধন

পিরোজপুর প্রতিনিধি: ৬ ছাত্রকে বাধ্যতামূলক ছাড়পত্র প্রদানের ঘটনায় পিরোজপুর শহর জুড়ে এখন উত্তপ্ত। ছাত্রদের বিভিন্ন কর্মসূচীতে সংহতি প্রকাশ করেছেন বিভিন্ন পেশাজীবি সংগঠন। ছাত্র আন্দোলন কর্মসূচী অংশ হিসাবে বৃহস্পতিবার সদর রোডে ছাত্রলীগ ছাত্রছাত্রী নারী পুরুষ ও অভিভাবকসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের উদ্যোগে ৫’শতাধিক লোক এ মানববন্ধন কর্মসূচী পালন করেছেন। এসময় বক্তারা গণেশ চন্দ্র অধিকারীকে কলেজের ইতিহাসে অযোগ্য অধ্যক্ষ দাবী করে বলেন, বহিস্কার আদেশের নেপথ্যে যারা কলকাঠী নেড়ে ওই ৬ ছাত্রের ছাত্রজীবন ষড়যন্ত্রের মাধ্যমে ধ্বংস করে দিয়েছেন। এসময় বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেতা শাজাহান তালুকদার ও মুজিবুর রহমান খালেক, সাংবাদিক এ কে আজাদ ও শিরিণা আফরোজ বহিস্কারকৃত ছাত্রনেতা সাবেক ভিপি ফয়সাল মাহাবুব শুভ, রেদিনা মাহাবুব, হেলেনা রফিক, দেবী রানী সাহা তটিনি মন্ডল, তৌহিদুল ইসলাম হিরু, মেজবাহ্‌ উদ্দিন সাবু প্রমুখ। বক্তারা এসময় আরও বলেন, আদালতে মামলা চলাকালীন সময় কলেজ কর্তৃপক্ষের এ ধরণের হটকারী সিদ্ধান- ছাত্রজীবনকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। তারা এসময় কলেজ অধ্যক্ষসহ ইংরেজী বিভাগের সহযোগী অধ্যাপক সদানন্দ গাইন ও প্রভাষক জাহাঙ্গীর আলমকে অবিলম্বে প্রত্যাহারের দাবী জানান।

আরও পড়ুন...

পিরোজপুরের ভান্ডারিয়ায় অজ্ঞানপার্টির খপ্পরে পরে অসুস’ ২

পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুর থেকে ভাণ্ডারিয়া আসার পথে অজ্ঞান পার্টির সদস্যদের খপ্পরে পরে অসুস’ হয়েছে ২জন। …