28 Agrohayon 1431 বঙ্গাব্দ বৃহস্পতিবার ১২ ডিসেম্বর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / বরিশাল / পিরোজপুরের কাউখালীতে যৌতুকের জন্য গর্ভবতী নারীকে নির্যাতন স্বামী, শশুর শাশুড়ির বিরুদ্ধে মামলা

পিরোজপুরের কাউখালীতে যৌতুকের জন্য গর্ভবতী নারীকে নির্যাতন স্বামী, শশুর শাশুড়ির বিরুদ্ধে মামলা

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের কাউখালীতে একই দিনে ২টি নারী নির্যাতনের ঘটনা ঘটেছে। স’ানীয় মহিলা পরিষদ ও সামাজিক সংগঠনের সহায়তায় থানায় নারী ও শিশু নির্যাতন আইনে পৃথক দু’টি মামলা  দায়ের করা হয়েছে। সরেজমিনে জানা গেছে উপজেলার শিয়ালকাঠি গ্রামে দুই সন্তানের জননী গর্ভবতী শাহনাজ পারভিনকে তার স্বামী জিয়াউল হক হাওলাদার দাবীকৃত যৌতুকের টাকা এনে না দেয়ায় বেদম মারপিট করে। এ সময় শাহনাজ জ্ঞান হারিয়ে ফেললে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস’্য কমপেৱক্সে ভর্তি করেন। হাসপাতাল বেডে শাহনাজ জানায় ইতিপূর্বে দুই দুইবার যৌতুকের জন্য নির্যাতন করা হয়। এ নিয়ে পিরোজপুর আদালতে স্বামীর বির্বদ্ধে যৌতুকের মামলা দায়ের করা হয়েছিল । মামলায় বেগতিক অবস’া দেখে কৌশলে স্ত্রীর কাছ থেকে মামলাটি প্রত্যার করিয়ে নেয়। মামলা থেকে অব্যহতি পেয়েই পুনরায় যৌতুকের জন্য অমানুষিক নির্যাতন শুরু করে। একপর্যায়ে মেরে ফেলারও হুমকি দেয় এতে শাহনাজ প্রতিবাদ করলে বুধবার দুপুরে তার উপর পাষন্ড স্বামী, শশুর রফিজ উদ্দিন, শাশুড়ি ও ভাসুর মিলে বেদম মারপিট করে অমানুষিক নির্যাতন করে সঞ্জাহীন অবস’ায় ফেলে রাখে।  তাকে হাসপাতালে ভর্তি করে স্বামী, শশুর , শাশুরীসহ চার জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।  অপর ঘটনায় উপজেলার নিলতি গ্রামের ডালিম বেগমকে তার স্বামী আলমগীর সিকদার যৌতুকের জন্য বেদম মারপিট করে আটকে রাখে। এ খবর পেয়ে  ডালিমের পিতা আলতাফ হোসেন মেয়েকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। রাতে  চার জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেছেন।

আরও পড়ুন...

পিরোজপুরের ভান্ডারিয়ায় অজ্ঞানপার্টির খপ্পরে পরে অসুস’ ২

পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুর থেকে ভাণ্ডারিয়া আসার পথে অজ্ঞান পার্টির সদস্যদের খপ্পরে পরে অসুস’ হয়েছে ২জন। …